Butefin বিউটেফিন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Butefin বিউটেফিন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Butefin বিউটেফিন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতি গ্রাম ক্রীমে আছে বিউটেনাফিন হাইড্রোক্লোরাইড আইএনএন ১০ মি.গ্রা.।

 

Butefin বিউটেফিন ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

বিউটেফিনও ক্রীম টিনিয়া পেডিস, টিনিয়া করপোরিস, টিনিয়া ক্রুরিস-এ নির্দেশিত। যা এপিডার্মোফাইটন ফ্লোক্কোসাম, ট্রাইকোফাইটন রুবরাম, ম্যালাসেজিয়া ফারফার, ট্রাইকোফাইটন টনসুরানস, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস এর বিরুদ্ধে কাজ করে। ম্যালাসেজিয়া দ্বারা সংঘটিত টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রেও নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধিঃ

টিনিয়া পেডিসের চিকিৎসায় বিউটেফিন ক্রীম আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার করে সাত দিন অথবা দিনে এক বার করে চার সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া করপোরিস অথবা টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া ভার্সিকালারের ক্ষেত্রে দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না

বিউটেনাফিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া:

কনটাক্ট ডার্মাটাইটিস, চুলকানি, জ্বলুনি, প্রদাহ কদাচিৎ দেখা যায় ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

বিউটেনাফিনের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া নিরূপিত হয়নি ।

গর্ভকালীন সময় ব্যবহার:

প্রেগনেন্সি ক্যাটাগরি সি যেহেতু এ বিষয়ে বিরূপ কোন প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। তাই প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

 

Butefin বিউটেফিন ওষুধের যাবতীয় তথ্য

 

স্তন্যদানকালীন সময়:

বিউটেনাফিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা এখনো জানা যায়নি। তবে বিউটেনাফিন ক্রীম ব্যবহারে সতর্ক থাকা উচিত। শিশুদের ক্ষেত্রে ১২ বছরের নীচের বাচ্চাদের ক্ষেত্রে বিউটেনাফিন ক্রীমের কার্যকারিতা এখনো সুস্পষ্ট নয়।

সরবরাহ:

বিউটেফিন ক্রীমঃ ১০ গ্রাম।

 

আরও দেখুনঃ

Leave a Comment