আমাদের আজকের আলোচনার বিষয় Bufocort বুফোকর্ট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Bufocort বুফোকর্ট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
বুডেসোনাইড বিপি + ফরমোটেরল ফিউমারেট ডাইহাইড্রেট বিপি। (১০০ মাইক্রোগ্রাম + ৬ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ, (২০০ মাইক্রোগ্রাম + ৬ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ এবং (৪০০ মাইক্রোগ্রাম + ১২ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ ।
নির্দেশনাঃ
বুফোকর্ট কোজিক্যাপ অ্যাজমার নিয়মিত চিকিৎসায় নির্দেশিত যেখানে দীর্ঘক্ষণ কার্যকরী বিটা-২ এগোনিস্ট এবং কর্টিকোস্টেরয়েড এর মিশ্রণ যথাযথ বলে বিবেচিত হয়। এটি দীর্ঘক্ষণ কার্যকরী ব্রঙ্কোডাইলেটর এর নিয়মিত চিকিৎসা সত্ত্বেও পুনরায় মাত্রা বেড়ে গেলে এটি তীব্র ক্রণিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এর সিস্টেমেটিক ট্রিটমেন্টে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধি :
অ্যাজমা : মাত্রা প্রত্যেকের জন্য আলাদা এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে ঠিক করা উচিত। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সর্বনিম্ন কার্যকরী মাত্রায় টাইট্রেশন করা উচিত । বুফোকর্ট” – এর দুই ধরণের চিকিৎসা প্রস্তাব করা – হয়। ক) মেইনটেনেন্স চিকিৎসা : রোগীদের সর্বক্ষন আলাদা শ্বাসনালীর প্রসারক রাখা সুপারিশকৃত ।
পূর্ণবয়স্ক (১৮ বছর এবং তদুর্ধ্ব) বুফোকর্টM ১০০/২০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ, দিনে দুইবার । বুফোকর্টM ৪০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ, দিনে দুইবার। সর্বোচ্চ মাত্রা ২ কোজিক্যাপ, দিনে দুইবার । কিশোর (১২-১৭ বছর) বুফোকর্টM ১০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ, দিনে দুইবার । বুফোকর্টM ২০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ, দিনে দুইবার ।
বুফোকর্ট” ৪০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ, দিনে TM দুইবার । শিশু (৬-১১ বছর) : বুফোকর্ট’ ২০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ, দিনে দুইবার । খ) একক মেইনটেনেন্স এবং রক্ষাকারী চিকিৎসা (শুধুমাত্র বুফোকর্ট’M ১০০ এবং ২০০ কোজিক্যাপ) রোগীরা প্রতিদিন বুফোকর্টTM মেইনটেনেন্স মাত্রা হিসেবে গ্রহণ করবে এবং উপসর্গ দেখা দিলে এর সাথে বুফোকর্ট’ গ্রহণ করবে।
রোগীদের সব সময় ব্যবহারের জন্য বুফোকর্ট” কাছে রাখতে হবে। পূর্ণবয়স্ক (১৮ বছর এবং তদুর্ধ্ব) : রক্ষাকারী চিকিৎসা হিসেবে সুপারিশকৃত মাত্রা হল দিনে ২ বার গ্রহণ করতে হবে (হয় ১টি কোজিক্যাপ দিনে দুইবার অথবা ২টি কোজিক্যাপ সকালে বা রাতে)। একবারে ৬টির বেশী কোজিক্যাপ গ্রহণ করা উচিত নয়।
দিনে স্বাভাবিকভাবে ৮টি কোজিক্যাপ এর বেশি মাত্রার প্রয়োজন নেই, একটি নির্দিষ্ট সময়ের জন্য ১২টি পর্যন্ত কোজিক্যাপ ব্যবহার করা যেতে পারে । সিওপিডি (ক্রণিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ): বুফোকর্ট’ ২০০ কোজিক্যাপ : ২ কোজিক্যাপ, দিনে দুইবার ।
পার্শ্ব প্রতিক্রিয়া:
খিঁচুনি, হৃদ স্পন্দনে অস্বাভাবিকতা দেখা যায়। কার্ডিয়াক এরিথমিয়াস, মাসল, ক্রামস্ এবং অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যেমন- র্যাশ, ওইডিমা এবং এনজিওইডিমা কোন কোন রোগীর হতে পারে ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:
গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের বুফোকর্ট” দেয়া যেতে পারে, যদি ভ্রুণের ঝুঁকির চেয়ে মায়ের উপকার বেশি হয়।
সরবরাহ:
বুফোকর্টM ১০০ : প্রতি প্যাকে ৩০টি ক্যাপসুল আছে। বুফোকর্টM ২০০ : প্রতি প্যাকে ৩০টি ক্যাপসুল আছে। বুফোকর্টM ৪০০ : প্রতি প্যাকে ৩০টি ক্যাপসুল আছে।
আরও দেখুনঃ