Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Benzapen বেনজাপেন ওষুধের যাবতীয় তথ্য

Benzapen বেনজাপেন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Benzapen বেনজাপেন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Benzapen বেনজাপেন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

বেনজাথিন পেনিসিলিন ১২,০০,০০০ ইউনিট/ভায়াল ।

নির্দেশনা :

পেনিসিলিন সংবেদনশীল সংক্রমণে, মধ্যকর্ণের তীব্র প্রদাহে, সিফিলিস, ডিপথেরিয়া বাহকের চিকিৎসায় এবং বাত জ্বর ও স্ট্রেপটোকক্কাল সংক্রমণের বিরুদ্ধে নিয়মিত সতর্কতামূলক পূর্ব ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যায় ।

 

 

মাত্রা ও ব্যবহার বিধি :

সংক্রমনের চিকিৎসায় : ০.৩ থেকে ১.২ মিলিয়ন ইউনিট সর্বোচ্চ ২.৪ মিলিয়ন ইউনিট, প্রত্যেক ৫ থেকে ৭ দিন পর পর। বাতজ্বর এর প্রতিরোধে : ১.২ মিলিয়ন ইউনিট প্রত্যেক ৩ সপ্তাহ পর পর।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতার ইতিহাস থাকলে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের মায়েদের পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে।

পার্শ্ব প্রতিক্রিয়া :

পেনিসিলিনের বিষক্রিয়ার মাত্রা খুবই কম। কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া ঘটতে দেখা যায়। তীব্র হুমকি হতে পারে এরূপ বিক্রিয়া খুব কম কিন্তু মাঝে মাঝে ঘটে ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

অন্য ওষুধের সাথে কোন বড় রকমের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

চিকিৎসকের যৌক্তিক পরামর্শ ছাড়া গর্ভকালীন অবস্থায় দেয়া যায় না। স্তন্যদানকারী মায়েদের স্তন্যদান বন্ধ রাখা উচিত।

সরবরাহ :

বেনজাপেনও ইঞ্জেকশন : ৫ টি (একটি ভায়াল + ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি)।

 

 

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।
ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version