আমাদের আজকের আলোচনার বিষয় Viodin ভায়োডিন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Viodin ভায়োডিন ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
পভিডোন-আয়োডিন ১% (৫০ মি.গ্রা./৫ মি.লি.)
মাউথ ওয়াশ/গার্গল, ১০% (৫০০ মি.গ্রা./৫ মি.লি)
সলিউশন এবং ৫% (৫০ মি.গ্রা./ গ্রাম) অয়েন্টমেন্ট।
নির্দেশনা :
প্রাইমারি বা সেকেন্ডারি সংক্রমণ, অস্ত্রোপচার জনিত ক্ষতের সংক্রমণ, সংক্রমিত স্ট্যাসিস আলসার বা সংক্রমিত ডিকিউবিটাস, পায়োডার্মাস, ত্বকে ছত্রাকের সংক্রমণ এবং আঘাতজনিত সংক্রমণ। প্রতিরোধক হিসেবে পোড়া, ঘা বা যে কোন ধরনের ক্ষতের সংক্রমণে ব্যবহার করা হয়। মুখ, মাড়ি ও মুখ-গহবরের মিউকাস ত্বকের সংক্রমণের চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়।
মাত্রা ও ব্যবহার বিধি :
দিনে একবার বা দুইবার অথবা ড্রেসিং/ব্যান্ডেজ পরিবর্তনের সময় ক্ষতস্থানে প্রয়োগ করতে হবে ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
যাদের আয়োডিনে অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের থাইরয়েড গ্রন্থির জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নিয়মিত ব্যবহার করা যাবে না।
২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের মূত্র সংক্রান্ত জটিলতা পূর্বেই বিদ্যমান তাদের ক্ষেত্রে ক্ষতস্থানে নিয়মিত ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত রোগী লিথিয়াম চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটির নিয়মিত ব্যবহার পরিহার করতে হবে ।
পার্শ্ব প্রতিক্রিয়া :
স্থানীয়ভাবে ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, বিপাকজনিত এসিডোসিস, রক্তে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি এবং মূত্র সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
সরবরাহ :
ভায়োডিন’ ৫% অয়েন্টমেন্ট: ২০ গ্রাম ।
ভায়োডিন ১% মাউথ ওয়াশ/গার্গল। ১০০ মি.লি.।
ভায়োডিন ১০% সলিউশন : ১০০ মি.লি.।
ভায়োডিন’ ১০% সলিউশন ১৫ মি.লি.।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ