আমাদের আজকের আলোচনার বিষয় Viglimet ভিগ্লিমেট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Viglimet ভিগ্লিমেট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
ডিগ্রিমেট” ৫০/৫০০ : প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে ভিস্তাগ্লিপটিন আইএনএন ৫০ মি.গ্রা., এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড বিপি ৫০০ মি.গ্রা.।
ভিগিমেট” ৫০/৮৫০: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে ভিস্তাগ্লিপটিন আইএনএন ৫০ মি.গ্রা., এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড বিপি ৮৫০ মি.গ্রা.।
নির্দেশনা :
ডিগ্রিমেট” টাইপ-২ ডায়াবেটিস রোগী যাদের সব্বোর্চ মাত্রায় মেটফরমিন ব্যবহার করেও গ্লুকোজের মাত্রা সহনশীল পর্যায় রাখা যায়নি অথবা যেসকল রোগী তিস্তরিপটিন এবং মেটফরমিন দ্বারা পৃথকভাবে চিকিৎসারত তাদের ক্ষেত্রে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধি :
পূর্ণবয়স্কদের ক্ষেত্রে। রোগীর বর্তমান ব্যবহৃত মেটফরমিনের মাত্রা বিবেচনা করে ডিগ্রিমেট ৫০/৫০০ অথবা ৫০/৮৫০ দিনে দুইবার সকাল এবং রাতে ব্যবহার করতে হবে।
যেখানে মাত্রা হচ্ছে দৈনিক ভিত্তাগ্লিপটিন ১০০ মি. গ্রা. এবং মেটফরমি ২,০০০ মি.গ্রা.। যে সব রোগী ইতিমধ্যে মেটফরমিন এবং ভিস্তান্ত্রিপটিশ দ্বারা পৃথকভাবে চিকিৎসারত তাদেরকে ডিগ্রিমেট” দ্বারা চিকিৎসা দেয়া যাবে এবং এক্ষেত্রে নির্দেশিত মাত্রা ব্যবহৃত চিন্তাক্লিপটিন ও মেটফরমিনের মাত্রা।
দৈনিক ১০০ মি. গ্রা. বেশী ভিস্তাগ্লিপটিন নির্দেশিত নয়। ভিস্তাগ্লিপটিন এবং মেটফরমিনের সাথে তৃতীয় কোন এন্টিািয়াবেটিক দ্বারা চিকিৎসা পরিক্ষত নয়। তিস্তাগ্লিপটিন এবং মেটফরমিন খাবারের সাে অথবা খাওয়ার ঠিক পরে নিতে হবে যাতে করে মেটফরমিনজনিত অস্ত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া :
প্রায় সকল পার্শ্বপ্রতিক্রিয়াই মৃদু এবং ক্ষনস্থায়ী এবং চিকিৎসা বন্ধ করার প্রয়োজন হয় না। তিস্তাব্লপটিন এবং মেটফরমিন ব্যবহারে সেসব সমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম হল ল্যাকটিক এসিডোসিস। কিছু কিছু ক্ষেত্রে পিতার সমস্যা দেখা দিতে পারে।
এয়াড়া ডায়রিয়া, বমিবমিভাব, বমি, বদ হজম, মাথাব্যথা, হাইপোগ্লাইসেমিয়া, অবসস্থতা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় । ভিস্তাগ্লিপটিশ এবং মেটফরমিন দ্বারা ২ বছর বা তার অধিক সময় চিকিৎসায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন নেই ।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
ফার্মাকোকাইনেটিক পরীক্ষায় পায়োগ্লিটাজোন, মেটফরমিন,গ্লিবেনক্লামাইড, ডিগোক্সিন, ওয়ারফারিন, এ্যামলোডিপিন, র্যামিপ্রিল, অ্যালসারটান বা সিমভাসট্যাটিন দ্বারা চিকিৎসায় কোন প্রকার মিথস্ক্রিয়া দেখা যায় নি। একই সাথে চিন্তান্তি পাটন এবং খায়াজাইডস, করটিকোস্টেরয়েডস, থাইরয়েড, সিমপ্যাথোমাইমেটিকস ব্যবহারে ভিস্তাি পাটন এর ডুকোজবিরোধী কমে যেতে পারে।
চিন্তান্তি পাটন এবং মেটফরমিনের সাথে ক্যাটায়ানিক ওষুধ ব্যবহার করলে গুকোজের মাত্রা পরবেক্ষনে রাখা জরুরী। গ্লুকোকটিকয়েডস, বিটা ২ এগোনিস্টস, মূত্রবর্ধক এবং এসিই ইনহিবিটর গ্লুকোজের মাত্র পরিবর্তন করতে পারে।
এক্ষেত্রে রোগীকে তথ্য নিতে হবে এবং গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষনে রাখতে হবে। যদি প্রয়োজন হয় তবে, ভিস্তাগ্লিপটিন এবং মেটফরমিনের সমন্বিত চিকিৎসার মাত্রা কমিয়ে নিয়ে আসা যেতে পারে যেতে পারে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায়:
গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে ভিস্তাগ্লিপটিন এবং মেটফরমিনের সমন্বিত বা একক ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। যেহেতু পর্যাপ্ত তথ্য নেই, হয় তাই গর্ভাবস্থায় এটি ব্যবহার করা উচিত নয়।
স্তন্যদানকালে:
ভিস্তাগ্লিপটিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু পর্যাপ্ত তথ্য নেই, হয় তাই এটি স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ :
ডিগ্রিমেট” 50/500: প্রতিটি বাক্সে আছে ২০ টি ট্যাবলেট ব্লিস্টার প্যাকে।
ডিগ্রিমেট” ৫০/৮৫০। প্রতিটি বাক্সে আছে ২০ টি ট্যাবলেট ব্লিস্টার প্যাকে।
আরও দেখুনঃ