আমাদের আজকের আলোচনার বিষয় Vasopril ভ্যাসোপ্রিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Vasopril ভ্যাসোপ্রিল ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
এনালাপ্রিল ম্যালিয়েট ৫ এবং ১০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা :
উচ্চ রক্তচাপ এবং রেনোভাসকুলার উচ্চ রক্তচাপে বিশেষ করে থায়াজাইড মূত্র বর্ধক এর সাথে ব্যবহার করা যায়। কনজেসটিভ হার্টফেইলিওর এর চিকিৎসায়, করোনারি ইসকেমিক ইভেন্টস এর ৰাধাদানে।
মাত্রা ও ব্যবহার বিধি :
২.৫-৫ মি.গ্রা. দিনে একবার এবং যদি মূত্র বর্ধক এর সাথে ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ ২০ মি.গ্রা. প্রতিদিন। হার্টফেইলিওর এবং বাম নিলয়ের অকার্যকারিতায়: শুরুতে ২.৫ মি.গ্রা. দিনে ২০ মি.গ্রা. ১-২ বিভক্ত মাত্রায়।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
বৃক্কের অকার্যকারিতায় ওষুধের মাত্রা এবং দুটি মাত্রা প্রয়োগের মধ্যবর্তী সময় পুনঃনির্ধারণ করতে হবে। যেসব রোগীর হার্টফেইলিওর বা যেসব রোগীর মূত্র বর্ধক ব্যবহারের ফলে শরীরে পানির ঘাটতি আছে, খাদ্যে লবণ গ্রহণে বাধা রয়েছে, ডায়ালাইসিস, ডায়রিয়া বা যেসব রোগীর বমি হয়েছে সেসব রোগীর ব্যবহার শুরু করার পরে নিম্নচাপ দেখা দিতে পারে ।
পার্শ্ব প্রতিক্রিয়া :
মাথা ঝিম ঝিম, মাথা ব্যথা, অবসাদ এবং এসধেনিয়া, নিম্ন রক্তচাপ, অরথোস্ট্যাটিক নিম্ন রক্তচাপ, সিনকোপ, বমি বমি ভাব, ডায়রিয়া, মাংসপেশীর খিচুনি, ফুসকুড়ি এবং কাশি। বৃক্কের অকার্যকারিতা, বৃক্কের কার্যবন্ধ এবং কার্যস্বল্পতা খুব অল্প পরিমাণে দেখা যায়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে।
সরবরাহ :
ভ্যাসোপ্রিল” ৫ ট্যাবলেট ১০x ১০ টি।
ভ্যাসোপ্রিল ১০ ট্যাবলেট : ৫ x ১০ টি।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ