Multivit Plus মাল্টিভিট প্লাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Multivit Plus মাল্টিভিট প্লাস ওষুধের যাবতীয় তথ্য । বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Multivit Plus মাল্টিভিট প্লাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

(ভিটামিন-এ ১.৫ মি.গ্রা., সি ৬০ মি.গ্রা., ডি ১০ মা.গ্রা., ই ১৫ আইইউ, পি১ ১.৫ মি.গ্রা., বিং ১.৭ মি.গ্রা., বিচ ২ মি.গ্রা., নিকোটিনামাইড ২০ মি.গ্রা., সায়ানোকোবালামিন ৬ মা.গ্রা., ক্যালসিয়াম প্যানটোথেনেট ১০.৯২ মি.গ্রা., ফলিক এসিড ০.৪ মি.গ্রা.,

 

Multivit Plus মাল্টিভিট প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

ফেরাস সালফেট ৫০ মি.গ্রা., কিউপ্রিক সালফেট ২ মি.গ্রা., ম্যাঙ্গানিজ সালফেট ১ মি.গ্রা., জিংক সালফেট ৩৭.০৩ মি.গ্রা., পটাসিয়াম আয়োডাইড ১৯৬ মা.গ্রা. এবং পটাসিয়াম সালফেট ১১.১৪১ মি.গ্রা.)/ট্যাবলেট ।

নির্দেশনা :

ভিটামিন ও মিনারেলের অভাবজনিত রোগের চিকিৎসা এবং প্রতিরোধে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্ত বয়স্ক এবং ৫ বছরের বেশী বয়সের বাচ্চাদের জন্য প্রতিদিন ১ টি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

এর উপাদানগুলোর কোনটির প্রতি অতিসংবেদনশীল রোগীদের দেয়া যাবে না। সুনির্দিষ্ট ভিটামিন বা মিনারেলের তীব্র ঘাটতিজনিত রোগের চিকিৎসায় এটা ব্যবহার করা উচিত নয়। যে সমস্ত রোগী লেভোডোপা ব্যবহার করছেন তাদের জন্য এই প্রস্তুতিটি সুপারিশকৃত নয়, কেননা পাইরিডক্সিন (ভিটামিন বি৬) লেভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ভিটামিন-এ এর অধিক মাত্রা শিশুর জন্মগত ত্রুটির কারণ হতে পারে। পারনিসিয়াস এ্যানিমিয়া বা অন্যান্য মেগালোব্লাস্টিক এ্যানিমিয়া যেখানে ভিটামিন বি১২ এর অভাব প্রকট সে ক্ষেত্রে এটি দেয়া উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া :

কিছু কিছু রোগীর ক্ষেত্রে পৌছ পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি করে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থার প্রথম তিনমাস সুপারিশকৃত দৈনিক সেবনমাত্রার বেশী দেয়া যাবে না ।

সরবরাহ :

মালটিভিটি’ প্লাস ট্যাবলেট: ৩০ টি।

 

Multivit Plus মাল্টিভিট প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment