আমাদের আজকের আলোচনার বিষয় Mexlo 400 মেক্সলো ৪০০ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Mexlo 400 মেক্সলো ৪০০ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
লোমেফ্লক্সাসিন ৪০০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা :
নিম্নশ্বাসনালী এবং মূত্র নালীর সংক্রামক ব্যধির চিকিৎসায় নির্দেশিত। এ ছাড়া ট্রান্সইউরেথ্রাল অস্ত্রোপচার এর পূর্বে রোগ প্রতিরোধক হিসেবে।
মাত্রা ও ব্যবহার বিধি :
প্রতিদিন ১টি করে ট্যাবলেট, ১০ থেকে ১৪ দিন।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
লোমেফ্লক্সাসিন অথবা যে কোন কুইনোলোন গ্রুপের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে লোমেফ্লক্সাসিন ব্যবহার করা উচিৎ নয়। ১৮ বছরের নীচে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে লোমেফ্লক্সাসিন এর নিরাপদ এবং ফলপ্রদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। প্রচুর পরিমানে পানি খেতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া :
বমি বমি ভাব, মাথা ব্যথা, আলো সংবেদনশীলতা, মাথাঘোরা এবং ডায়রিয়া।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
এন্টাসিড, সুকরালফেট, প্রোবেনেসিড এবং ওয়ারফারিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। বুকের দুধের সাথে লোমেফ্লক্সাসিনের নির্গমণ সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।
সরবরাহ :
মেক্সলো” ৪০০ ট্যাবলেট : ২ x ১০ টি।
ঔষধের ক্রিয়া
ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:
ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।
ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।
আরও দেখুনঃ