Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Maxpime ম্যাক্সপাইম ওষুধের যাবতীয় তথ্য

Maxpime ম্যাক্সপাইম ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Maxpime ম্যাক্সপাইম ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Maxpime ম্যাক্সপাইম ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

সেফিপাইম ৫০০ মি.গ্রা. আইএম/আইভি, ১ গ্রাম আইএম/আইডি এবং ২ গ্রাম আইভি ইঞ্জেকশন ।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা এবং প্রয়োগ পথ নিম্নে দেয়া হলো। শিরাপথে প্রয়োগের ক্ষেত্রে সেফিপাইম ৩০ মিনিট ধরে প্রয়োগ করা উচিৎ।

 

শিশুদের ক্ষেত্রে মাত্রা (২ মাস থেকে ১৬ বছর)। শিশুদের ক্ষেত্রে মাত্রা বয়স্কদের মাত্রা অতিক্রম করা উচিৎ নয়। ৪০ কেজি ওজনের শিশুর সাধারন এবং জটিল মূত্র নালীর সংক্রমণ (পাইলোনেফ্রাইটিস),

সাধারন ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ এবং নিউমোনিয়ার ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচ্ছে ৫০ মি.গ্রা./কেজি/দিন প্রতি ১২ ঘণ্টায়, নিট্রোপেনিক রোগীর ক্ষেত্রে ৫০ মি.গ্রা./কেজি/নিন প্রতি ৮ ঘন্টায় এবং চিকিৎসাকাল উপরের ছকে দেয়া সময় অনুযায়ী।

ব্যবহার প্রণালী:

ম্যাক্সপাইম ৫০০ মি.গ্রা. ইঞ্জেকশন: আইএম প্রয়োগের ক্ষেত্রে: ৫০০ মি.গ্রা. ভায়ালে ১.৫ মি.লি. স্টেরাইল ওয়াটার ফর ইজেকশন মেশান এবং পাউডার মিশে স্বচ্ছ সলিউশন হওয়ার আগ পর্যন্ত ঝাকাতে থাকুন।

আইভি প্রয়োগের ক্ষেত্রে। ৫০০ মি.গ্রা. ভায়ালে ৫ মি.লি. স্টেরাইল ওয়াটার ফর ইঞ্জেকশন মেশান এবং পাউডার মিশে স্বচ্ছ প্রবন হওয়ার আগ পর্যন্ত ঝাকাতে থাকুন।মিশ্রিত সলিউশন ধীরে ধীরে প্রায় ৩০ মিনিট সময় ধরে রোগীর দেহে প্রয়োগ করা উচিৎ। ম্যাক্সপাইম” ১ গ্রাম ইঞ্জেকশন।

আইএম প্রয়োগের ক্ষেত্রে: ১ গ্রাম ভায়ালে ৩ মি.লি. স্টেরাইল ওয়াটার ফর ইঞ্জেকশন মেশান এবং পাউডার মিশে স্বচ্ছ সলিউশন হওয়ার আগ পর্যন্ত ঝাকাতে থাকুন।

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আইভি প্রয়োগের ক্ষেত্রে: ১ গ্রাম ভায়ালে ১০ মি.লি. স্টেরাইল ওয়াটার ফর ইঞ্জেকশন মেশান এবং পাউডার মিশে স্বচ্ছ দ্রবন হওয়ার আগ পর্যন্ত ঝাকাতে থাকুন। মিশ্রিত সলিউশন ধীরে ধীরে প্রায় ৩০ মিনিট সময় ধরে রোগীর দেহে প্রয়োগ করা উচিৎ। শিশুদের ক্ষেত্রে মাত্রা (২ মাস থেকে ১৬ বছর)ঃ শিশুদের ক্ষেত্রে মাত্রা বয়স্কদের মাত্রা অতিক্রম করা উচিৎ নয়।

৪০ কেজি ওজনের শিশুর সাধারন এবং জটিল মূত্র নালীর সংক্রমণ (পাইলোনেফ্রাইটিস), সাধারন ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ এবং নিউমোনিয়ার ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচ্ছে ৫০ মি.গ্রা./কেজি/দিন প্রতি ১২ ঘণ্টায়, নিট্রোপেনিক রোগীর ক্ষেত্রে ৫০ মি.গ্রা./কেজি/দিন প্রতি ৮ ঘন্টায় এবং চিকিৎকাল উপরের ছকে দেয়া সময় অনুযায়ী।

ম্যাক্সপাইম” ২ গ্রাম ইঞ্জেকশন আইভি প্রয়োগের ক্ষেত্রে: ২ গ্রাম ভায়ালে ১০ মি.লি. স্টেরাইল ওয়াটার ফর ইঞ্জেকশন মেশান এবং পাউডার মিশে স্বচ্ছ প্রবন হওয়ার আগ পর্যন্ত ঝাকাতে থাকুন। মিশ্রিত সলিউশন ধিরে ধিরে প্রায় ৩০ মিনিট সময় ধরে রোগীর দেহে প্রয়োগ করা উচিৎ।

প্রতিনির্দেশনা:

যারা সেফিপাইম অথবা সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়োটিক, পেনিসিলিন এবং অন্য বেটালেকটাম এন্টিবায়টিক এর প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত ।

পার্শ্ব প্রতিক্রিয়া:

এনসেফালোপেথি, মায়োকোনাস এবং সিজার।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

সেফিপাইম এর সাথে উচ্চ মাত্রায় এ্যামাইনো গ্লাইকোসাইড জাতীয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে রোগীর বৃত্তীয় কার্যকারীতা মনিটর করা উচিৎ কারন এক্ষেত্রে বৃক্কের বিষক্রিয়া (নেফ্রোটক্সিসিটি) বা অটোটক্সিসিটি বৃদ্ধি পেতে পারে।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগনেন্সি ক্যাটাগরী বি। সেফিপাইম অতি অল্প মাত্রায় মাতৃদুগ্ধে নিঃসৃত হয় (০.৫ মাইক্রো গ্রাম/মি.লি.) তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

 

 

সরবরাহ:

ম্যাক্সপাইম” (সেফিপাইম) ৫০০ মি.গ্রা. আইএম/ আইভি ইঞ্জেকশনঃ প্রতি প্যাকে আছে ৫০০ মি.গ্রা. সেফিপাইম, সেফেপাইম হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসাবে এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। এতে আরো রয়েছে একটি ডিসপোজেবল সিরিঞ্জ (৫ মি.লি.) একটি বেবী নিডেল, একটি এলকোহল প্যাড এবং একটি ফাষ্ট এইড ব্যান্ডেজ।

ম্যাক্সপাইম” (সেফিপাইম) ১ গ্রাম আইএম/আইভি ইঞ্জেকশনঃ প্রতি প্যাকে আছে ১ গ্রাম সেফিপাইম, সেফেপাইম হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসাবে এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ১০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। এতে আরো রয়েছে একটি ডিসপোজেবল সিরিঞ্জ (১০ মি.লি.) একটি বাটার ফ্লাই নিডেল, একটি এলকোহল প্যাড এবং একটি ফাষ্ট এইড ব্যান্ডেজ।

ম্যাক্সপাইম” (সেফিপাইম) ২ গ্রাম আইভি ইঞ্জেকশনঃ প্রতি প্যাকে আছে ২ গ্রাম সেফিপাইম, সেফে পাইম হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসাবে এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ১০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। এতে আরো রয়েছে একটি ডিসপোজেবল সিরিঞ্জ (১০ মি.লি.) একটি বাটার ফ্লাই নিডেল, একটি এলকোহল প্যাড এবং একটি ফাষ্ট এইড ব্যান্ডেজ।

 

আরও দেখুনঃ

Exit mobile version