Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Maganta Plus ম্যাগান্টা প্লাস ওষুধের যাবতীয় তথ্য

Maganta Plus ম্যাগান্টা প্লাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Maganta Plus ম্যাগান্টা প্লাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Maganta Plus ম্যাগান্টা প্লাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

(মেগালড্রেট ইউএসপি ৪৮০ মি.গ্রা. ও সিমেথিকন ইউএসপি ২০ মি.গ্রা.)/ট্যাবলেট এবং (মেগালড্রেট ইউএসপি ৪৮০ মি.গ্রা. ও সিমেধিকন ইউএসপি ২০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনসন।

 

 

নির্দেশনা:

অম্লাধিক্য, গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রাইটিস, বুকজ্বালা, বদহজম, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এছাড়া পেট ফাঁপা, পেট ফোলা এবং খাদ্যনালীতে বায়ুজনিত ব্যথারোধে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি:

ম্যাগান্টা” প্লাস ট্যাবলেট: ১-৪ টি চুষে খাওয়ার ট্যাবলেট, আহারের ২০-৬০ মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ম্যাগান্টা” প্লাস সাসপেনসন। ২-৪ চা-চামচ, আহারের ২০-৬০ মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতি নির্দেশনা:

রুদ্ধ আম্রিকনালী, বৃত্তীয় অকার্যকারিতা, এপেন্ডিসাইটিস, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, এ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিমেথিকন এর প্রতি অতিসংবেদনশীলতা। পার্শ্ব প্রতিক্রিয়া। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অস্ত্রে ব্যথা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি, তাই গর্ভাবস্থায় প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবন পরিহার করা উচিত। শিশুদের ক্ষেত্রে যথাযথ রোগ নিরুপণ না হওয়া পর্যন্ত ৬ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

 

 

সরবরাহ:

ম্যাগান্টা” প্লাস ট্যাবলেট। প্রতিটি বাক্সে আছে ১০০ টি চুষে খাওয়ার ট্যাবলেট। ম্যাগান্টা গ্রাম সাসপেনসন: প্রতিটি পেট বোতলে আছে ২০০ মি.লি. সাসপেনসন।

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version