Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Rynaspray রাইনাস্প্রে ওষুধের যাবতীয় তথ্য

Rynaspray রাইনাস্প্রে ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Rynaspray রাইনাস্প্রে ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Rynaspray রাইনাস্প্রে ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড ২১ মাইক্রোগ্রাম/স্প্রে।

 

 

নির্দেশনা :

বর্ষব্যাপি রাইনাইটিস, এলার্জিক রাইনাইটিস ও ভেসোমটোর রাইনাইটিসজনিত নাক দিয়ে পানি ঝরা চিকিৎসায় ও নিয়ন্ত্রণে নির্দেশিত। এছাড়া সাধারণ ঠাণ্ডাজনিত নাক দিয়ে পানি ঝরা লক্ষণ উপশমেও নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্ত বয়স্ক এবং ৫ বৎসর ও এর উর্ধ্বে প্রতি নাসারন্ধ্রে ২টি করে স্প্রে দৈনিক ২-৪ বার ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

এট্রোপিন বা এর উৎপাদিত যৌগ অথবা ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড-এর যে কোন উপাদান এর প্রতি পূর্ব অতি সংবেদনশীলতা। ন্যারো-এঙ্গেল গ্লুকোমা প্রবণ রোগী অথবা প্রোস্টেটিক হাইপাৰূপেসিয়া বা মুত্রথলির গ্রীবাদেশ প্রতিবন্ধকতার রোগীদের ক্ষেত্রে স্প্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

এপিসট্যাক্সিস, নাকের তা এবং নাকের জ্বালাপোড়া, মাথাব্যথা, বমি বমি ভাব এবং স্থানীয় জ্বালাপোড়া মুখের শুষ্কতা এবং গলার তা, হৃদস্পন্দন এবং প্যালপিটেশন বেড়ে যাওয়া, ইউরিনারি রিটেনশন এবং পরিপাকতন্ত্রের গতি বিঘ্নিত হতে দেখা যায়। এলার্জিক বিক্রিয়া যেমন-চামড়ায় ফুসকুড়ি, জিহ্বা, ঠোঁট এবং মুখমন্ডলের এনজিওইডিমা, আর্টিকারিয়া, ল্যারিনজোস্পাজম এবং এনাফাইলেকটিক বিক্রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

নিশ্চিত গর্ভাবস্থা অথবা আশংকা করা হচ্ছে এমতাবস্থায় এই স্প্রে ব্যবহারের সুফল এবং অনাগত শিশুর উপর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আনা উচিত। স্তন্যপায়ী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

সরবরাহ :

রাইনাস্ত্রে” নাকের স্প্রে : ১২০ স্রে।

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version