Rice ORS রাইস ওআরএস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Rice ORS রাইস ওআরএস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Rice ORS রাইস ওআরএস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

রাইস ওআরএসও ২৫০ মি.লি. স্যালাইন :- প্রতিটি প্যাকেটে আছে- সোডিয়াম ক্লোরাইড বিপি ০.৬৫০ গ্রাম, পটাসিয়াম ক্লোরাইড বিপি ০.৩৭৫ গ্রাম ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট বিপি ০.৭২৫ গ্রাম প্রক্রিয়াজাত চালের গুঁড়া ফার্মাগ্রেড ১২.৫০০ গ্রাম রাইস ওআরএস® ৫০০ মি.লি.

স্যালাইন :- প্রতিটি প্যাকেটে আছে- ক্লোরাইড বিপি ০.৭৫ গ্রাম ট্রাইসোডিয়াম সাইট্রেট সোডিয়াম ক্লোরাইড বিপি ১.৩০ গ্রাম পটাসিয়াম ডাইহাইড্রেট বিপি ১.৪৫ গ্রাম প্রক্রিয়াজাত চালের গুঁড়া ফার্মাগ্রেড ২৫.০০ গ্রাম

 

Rice ORS রাইস ওআরএস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

ডায়রিয়া, কলেরা, বমি, পাতলা পায়খানায় পানি শূন্যতা পূরণের জন্য । স্যালাইন প্রস্তুত প্রনালী ২৫০ মি.লি. স্যালাইন তৈরীর জন্য। একটি পরিষ্কার পাত্রে ২৫০ মি.লি. (প্রায় এক গ্লাস) ফুটন্ত পানি ঢালুন। একটি প্যাকেটের সবটুকু স্যালাইন পানিতে ঢালতে ঢালতে নাড়তে থাকুন।

চামচ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রস্তুতকৃত স্যালাইন রোগীকে মাত্রা অনুযায়ী প্রয়োজন মত খেতে দিন । ৫০০ মি.লি. স্যালাইন তৈরীর জন্য ৫০০ মি.লি. (প্রায় ২ গ্লাস) ফুটন্ত পানি দিয়ে, উপরের পদ্ধতি অনুসরন করে ৫০০ মি.লি. স্যালাইন তৈরী করুন। প্রস্তুতকৃত স্যালাইন কিছুটা ঠান্ডা হওয়ার পরে রোগীকে খেতে দিন ।

মাত্রা ও ব্যবহারবিধি

প্রতিবার পাতলা পায়খানার পর নিম্ন মাত্রায় রোগীকে রাইস ওআরএসও খাওয়াতে হবে:- ৬ মাস হতে ২ বছর পর্যন্ত : ৫০-১০০ মি.লি. (১০ থেকে ২০ চা চামচ) ২ বছর হতে ১০ বছর পর্যন্ত ১০০-২০০ মি.লি. (অর্ধেক গাস থেকে এক গাস) খাওয়াতে হবে। ১০ বছরের উর্ধ্বে: এক গাস থেকে দুই গাস পর্যন্ত খাওয়াতে হবে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধদানকালে ব্যবহার:

নির্দেশিত। পরামর্শ পাঁচ ঘন্টা পর প্রস্তুতকৃত স্যালাইন ফেলে দিন স্যালাইন প্রস্তুতির পর এটিকে আর গরম করবেন না খাওয়ানোর সময় ফিডার ব্যবহার করবেন না প্রতিবার প্রস্তুতকৃত স্যালাইন ব্যবহারের সময় পরিষ্কার চামচ দিয়ে নাড়িয়ে নিন শিশুদের ক্ষেত্রে অল্প পরিমানে প্রয়োগের সময় সুই ছাড়া সিরিঞ্জ ব্যবহার করা যেতে পারে

সতর্কতা:

নিম্নলিখিত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে- শিশুদের বয়স এক বছরের কম হলে যে সকল রোগীর রকে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা আছে যে সকল রোগীর কিডনি ও লিভারের কার্যমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য পাওয়া যায় নাই ।

প্রতিনির্দেশনা:

যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: কিডনির অকার্যকারিতা- যে ক্ষেত্রে মূত্র উৎপাদন কম হয় বা ব্যহত হয় পাকস্থলী বা অস্ত্রে প্রতিবন্ধকতাশক (Shok) তীব্র এবং একটানা বমি (Intractable vomiting) তীব্র পানি শুন্যতা এক বছরের নিচের শিশুদের তীব্র ডায়রিয়া

 

Rice ORS রাইস ওআরএস ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

রাইস ওআরএস ২৫০ মি.লি. স্যালাইন: প্রতিটি বক্সে আছে ১০টি প্যাকেট। রাইস ওআরএস ৫০০ মি.লি. স্যালাইন: প্রতিটি বক্সে আছে ১০টি প্যাকেট।

 

আরও দেখুনঃ

Leave a Comment