Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Lebac লিব্যাক ওষুধের যাবতীয় তথ্য

Lebac লিব্যাক ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Lebac লিব্যাক ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Lebac লিব্যাক ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

সেফ্রাডিন ২৫০ ও ৫০০ মি.গ্রা. ক্যাপসুল, ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম ইঞ্জেকশন, ১২৫ মি.গ্রা./১.২৫ মি.লি. পেডিয়াট্রিক ড্রপস্, ১২৫ মি.গ্রা./৫ মি.লি. পাউডার ফর সাসপেনশন এবং ২৫০ মি.গ্রা./৫ মি.লি. ফোর্ট পাউডার ফর সাসপেনশন।

 

 

নির্দেশনা :

ফ্যারিংস-এর প্রদাহ, সাইনাস সমূহের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, লেরিনগো- ট্রাকিয়া-ব্রংকাইটিস, তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রংকাই-এর প্রদাহ, লোবার এবং ব্রংকোনিউমোনিয়া, মূত্রথলির প্রদাহ, মূত্রনালীর প্রদাহ, পায়েলোনেফ্রাইটিস, ফোঁড়া, সেলুলাইটিস, ফিউরানকুলোসিস, ইমপেটিগো, ব্যাকটেরিয়া জনিত ডিসেনটারি, অস্ত্রের প্রদাহ, পেরিটোনিয়ামের প্রদাহ, অস্ত্রোপচার পরবর্তী সংক্রমন প্রতিরোধ ।

মাত্রা ও ব্যবহারবিধি :

মুখে সেব্যঃ দৈনিক ১-২ গ্রাম, ২ থেকে ৪টি সমবিভক্ত মাত্রায়। ইঞ্জেকশন : দিনে ২-৪ টি সমবিভক্ত মাত্রায় মাংস পেশীতে অথবা শিরা পথে ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়োটিক-এর প্রতি সংবেদনশীল রোগীদের এটা দেয়া উচিত নয়।

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

বমি বমি ভাব, বমি, ডায়রিয়া এবং পেটে অস্বস্তিবোধ। এলার্জিজনিত প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি, আর্টিকেরিয়া ইয়োসিনোফিলিয়া, এনজিওইডিমা এবং এ্যানাফাই- লেক্সিস।

এছাড়া লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি পেতে পারে। কোন কোন ক্ষেত্রে নিউট্রোপেনিয়া দেখা দিতে পারে। চিকিৎসার পরে অসংবেদনশীল জীবাণু বিশেষতঃ ক্যানডিডা দ্বারা পুনঃসংক্রমণ হতে পারে। স্যুডোমেমব্রেনাস কোলাইটিস হওয়ার সম্ভাবনাও থাকে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

সঠিক প্রয়োজনীয়তার উপর নির্ভর করে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত ।

সরবরাহ :

লিব্যাক” ২৫০ ক্যাপসুল ১৮ টি।  লিব্যাক ৫০০ ক্যাপসুল : ৩০ টি। লিব্যাক পাউডার ফর সাসপেনশন। ১০০ মি.লি. প্রয়োজনীয় পরিমাণ শুকনো পাউডার। লিন্যাক” ফোর্ট পাউডার ফর সাসপেনশন। ১০০ মি.লি. প্রয়োজনীয় পরিমাণ শুকনো পাউডার ।

 

 

লিব্যাক ” ৫০০ ইঞ্জেকশন : ১টি (১ টি ভায়াল + ১ টি ৫ মি.লি. ওয়াটার ফর ইনজেকশন বিপি এর এ্যাম্পুল)। লিব্যাক”” ১ গ্রাম ইঞ্জেকশন : ১টি (১ টি ডায়াল + ১ টি ১০ মি.লি. ওয়াটার ফর ইনজেকশন বিপি এর এ্যাম্পুল + ১টি ১০ মি.লি. TM ডিসপোজেবল সিরিজ)। লিব্যাক পেডিয়াট্রিক ড্রপস্ ১৫ মি.লি. ড্রপস্ প্রস্তুতের জন্য প্রয়োজনীয় পরিমাণ শুকনো পাউডার।

 

আরও দেখুনঃ

Exit mobile version