আমাদের আজকের আলোচনার বিষয় Levocar লেভোকার ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Levocar লেভোকার ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
লেভোকারনিটিন ৩৩০ মি.গ্রা./ট্যাবলেট ও ৫০০ মি.গ্রা./৫ মি.লি. সলিউশন।
নির্দেশনা :
ক্রনিক ফ্যাটিগ সিনড্রম, হৃদরোগ, কনজেসটিভ হার্ট ফেইলিওর, কিডনি ডিজিজ, রক্তে উচ্চ কলেস্টেরল মাত্রা, ইন্টারমিটেন্ট কডিকেশন, স্মৃতি ভ্রষ্টতা এবং মেমরী ইমপেয়ারমেন্ট, ডন সিন্ড্রম, পুরুষের বন্ধ্যাত্ব এবং হাইপার-থাইরয়ডিজম।
মাত্রা ও ব্যবহার বিধি :
লেডোকার ট্যাবলেট। প্রাপ্ত বয়স্ক: দুইটি ৩৩০ মি.গ্রা. ট্যাবলেট দিনে দুই বা তিনবার। ক্লিনিক্যাল রেসপন্সের উপর সঠিক মাত্রা নির্ভরশীল। লেডোকার” সলিউশন : প্রাপ্ত বয়স্ক : দিনে ১০ থেকে ৩০ মি.লি. বিভক্ত মাত্রায়। উচ্চ মাত্রালয়োগের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রারম্ভিক মাত্রা ১০ মি.গ্রা. থেকে সহ্যক্ষমতা এবং কার্যকারিতার উপর নির্ভর করে মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। নবজাতক ও শিশু। ৫০ থেকে ১০০ মি.লি./কেজি। দিন। প্রারম্ভিক মাত্রা ৫০ মি.গ্রা./কেজি/দিন থেকে ধীরে ধীরে বৃদ্ধি সর্বোচ্চ ৩০ মি.গ্রা./কেজি/দিন দেয়া যেতে পারে।
উচ্চমাত্রা সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। লেতোফায় সলিউশন পানীয়ের খাবারের সাথে মিশিয়ে কিংবা কোন কিছু ছাড়া গ্রহণ করা যাবে। মাত্রা সারাদিনে সুষমভাবে বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হবে এবং খাবারের সাথে কিংবা খাবারের পরে সেবন করা উত্তম ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
কিডনী অসমকার্যকরী রোগীদের ক্ষেত্রে মুখে সেব্য লেভোকারনিটিনের নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়িত হয়নি। যে সকল রোগীদের কিডনীর তীব্র অসমকার্যকারিতা থাকে অথবা ইএসআরডি রোগী যারা ডায়লাইসিস এর উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে শরীরে বেশি মাত্রায় মুখে সেব্য
লেভোকারনিটিনের দীর্ঘমেয়াদী বারে বিষাক্ত মেটাবোলাইট যেমন ট্রাইমিথাইলঅ্যামিন (টিএমএ) এবং ট্রাইমিথ ইিলঅ্যামিন-এন-অক্সাইড (টিএমএও) জমা হতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া :
সাধারণতঃ লেভোকারনিটিন সুসহনীয় । তথাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ক্ষনস্থায়ী বমি বমি ভাব বা বমি, অ্যাবডোমিনাল ক্রাম্পস এবং ডায়রিয়া হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের উপর তেমন কোন পরীক্ষা হয়নি। কেবলমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন হলেই গর্ভাবস্থায় এটি ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের শিশুকে বুকের দুধ দেয়া থেকে বিরত থাকা উচিত অর্থ বা লেভোকারনিটিন সেবন থেকে বিরত থাকা উচিত।
সরবরাহ :
লেভোকার” ট্যাবলেট: ৫ × ৬ টি। লেভোকার’ সলিউশন: ১০০ মি.লি.।
আরও দেখুনঃ