আমাদের আজকের আলোচনার বিষয় Loratin Plus লোরাটিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Loratin Plus লোরাটিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
লোরাটাডিন ১০ মি.গ্রা. এবং স্যুডোএফিড্রিন সালফেট ২৪০ মি.গ্রা./ট্যাবলেট।
নির্দেশনা :
লোরাটিন” প্লাস ট্যাবলেট সিজনাল এবং পেরেনিয়াল এ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহ প্রশমনে নির্দেশিত। লোরাটিন’ প্লাস এ্যালার্জিক রাইনাইটিস অথবা উর্দ্ধ শ্বাসনালীর অন্য কোন এলার্জিক কারণে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ চুলকানো ও পানি পড়া, ন্যাজাল কনজেশন, নাক ও গলায় চুলকানো, সাধারণ সর্দির লক্ষণসমূহ এবং সাইনোসাইটিসের কারণে সাইনাসের চাপ বৃদ্ধি সাময়িকভাবে দূর করে।
সেবন মাত্রা ও ব্যবহার বিধি :
পূর্ণবয়স্ক ও ১২ বছর এবং তদুর্ধ বয়সী শিশু : লোরাটিন” প্লাস ১টি করে ট্যাবলেট দিনে ১ বার। ১২ বছরের নীচের বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এই ট্যাবলেটের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তীব্র উচ্চরক্তচাপ, মারাত্মক করোনারী ধমনীর রোগে আক্রান্ত রোগী। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, ইস্কেমিক হার্ট ডিজিজ, উচ্চ ইন্ট্রাঅকুলার চাপ, হাইপার থাইরয়েডিজম, রেনাল ইমপেয়ারমেন্ট অথবা প্রস্টেটিক হাইপারট্রপি। যকৃতের সমস্যা যুক্ত রোগীর ক্ষেত্রে এই ওষুধ পরিহার করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া :
লোরাটাডিন- স্যুডোএফিড্রিন সালফেট ট্যাবলেট সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, নিদ্রাহীনতা, শুষ্ক মুখগহ্বর, ঘুম-ঘুম ভাব, নার্ভাসনেস, কান্তি, বদ হজম,ক্ষুধামন্দা, পিপাসা ইত্যাদি উল্লেখযোগ্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় প্রাণীদের ক্ষেত্রে এই ওষুধের কোন টেরাটোজেনিক প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র অত্যধিক প্রয়োজন মনে হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে।
স্তন্যদানকালে :
মাতৃদুগ্ধে এই কম্বাইন্ড ড্রাগ নিঃসৃত হয় কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তদুপরি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়েছে।
সরবরাহ :
লোরাটিন” প্লাস ট্যাবলেট : ৫ x ১০টি ।
আরও দেখুনঃ