Cilosta সিলোস্টা ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Cilosta সিলোস্টা ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Cilosta সিলোস্টা ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

সিলোস্টাজোল আই এন এন ১০০ মি.গ্ৰা. ট্যাবলেট।

 

Cilosta সিলোস্টা ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

সিলোস্টা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এর লক্ষণসমূহ কমানোর প্রতি নির্দেশিত, যা হাঁটার দূরত্ব বৃদ্ধির মাধ্যমে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি:

সিলোস্টা ১০০ এর নির্দেশিত মাত্রা হল ১০০ মি.গ্রা. দৈনিক দুইবার, যা সকালের নাস্তা এবং রাতের খাবারের আধা ঘন্টা আগে অথবা ২ ঘন্টা পরে গ্রহণ করতে হবে। কিটোকোনাজোল, ইট্রাকোনাজোল, ইরাইথ্রোমাইসিন এবং ডিলটিয়াজেম এর সাথে সেবনের ক্ষেত্রে দিনে দুইবার ৫০ মি.গ্রা. মাত্রায় খেতে হবে।

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

সিলোস্টাজোল যে কোন মাত্রার হার্ট ফেইলিউর এর রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সিলোস্টাজোল ও ক্লোপিডোগ্রেল এক সাথে ব্যবহারের ক্ষেত্রে কার্যকারিতা অথবা নিরাপত্তা বিচারে কোন তথ্য নেই ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সিলোস্টাজোল যেকোন পর্যায়ের কনজেসটিভ হার্ট ফেইলিউর এর রোগীদের প্রতি প্রতিনির্দেশিত। সিলোস্টাজোল অথবা এর যে কোন উপাদানের প্রতি জ্ঞাত অথবা ধারণাগত অতিসংবেদনশীলতা এর ক্ষেত্রে সিলোস্টাজোল প্রতিনির্দেশিত ।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল মাথাব্যথা, ডায়রিয়া, বমি, পায়ে ক্রাম্প ইত্যাদি। মাঝে মাঝে ক্ষুধামন্দা এবং ইডিমা হতে পারে ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

ফার্মাকোকাইনেটিকস্ স্টাডিজ প্রতিপাদন করে যে ওমিপ্রাজোল এবং ইরাইথ্রোমাইসিন, সিলোস্টাজোল এবং এর গুরুত্বপূর্ণ বিপাকাবস্থার সিস্টেমিক এক্সপোজার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। পপুলেশন ফার্মাকোকাইনেটিকস্ তথ্য অনুযায়ী, একইসাথে ডিলটিয়াজেম ব্যবহার করা রোগীদের ক্ষেত্রে সিলোস্টাজোল এর প্লাজমা ঘনত্ব বৃদ্ধি পায় ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায়:গর্ভবর্তী মহিলাদের উপর পর্যাপ্ত ও ভালভাবে নিয়ন্ত্রিত কোন গবেষণা নেই।

 

Cilosta সিলোস্টা ওষুধের যাবতীয় তথ্য

 

স্তন্যদানকালে :

প্রাণী দেহে পরীক্ষায় দেখা গেছে সিলোস্টাজোল মাতৃদুগ্ধে নিঃসরণ হয়, তাই দুগ্ধদান বন্ধ অথবা সিলোস্টাজোল বন্ধের ব্যাপারে লাভ-ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে সিলোস্টাজোল এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি ।

সরবরাহ :

সিলোস্টা” ১০০: প্রতি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Leave a Comment