Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Secrin সেকরিন ওষুধের যাবতীয় তথ্য

Secrin সেকরিন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Secrin সেকরিন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Secrin সেকরিন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

গ্লাইমিপিরিড ১, ২, ৩ এবং ৪ মি.গ্রা. ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস।

মাত্রা ও ব্যবহার বিধি :

দৈনিক ১ মি.গ্রা. একবার। প্রয়োজনবোধে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

টাইপ-১ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এবং ডায়াবেটিক প্রি কমা অথবা কমা-এর ক্ষেত্রে উপযোগী নয়। অন্যান্য সালফোনাইল ইউরিয়া, সালফোনামাইড এবং গাইমিপিরিডের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

হাইপোগ্লাইসেমিয়া, ক্ষণস্থায়ী দৃষ্টি শক্তির সমস্যা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, আর্টিকেরিয়া, রক্তচাপ কমে যাওয়া। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য হাইপোগাইসেমিক ওষুধ, এসিই ইনহিবিটর, এলোপুরিনল, এনাবলিক স্টেরয়েড এবং পুরুষ যৌন হরমোন, ক্লোরামফেনিকল, ফ্রঅক্সেটিন, মনো এমাইন অক্সিডেজ ইনহিবিটর, মাইকোনাজল, প্যারা এমাইনো স্যালিসাইলিক এসিড, ফিনাইলবিউটাজন, অক্সিবিউটাজন,

কুইনোলোনস্ স্যালিসাইলেট, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, বিটাব্লকারস্, এসিটাজোলামাইড, বারবিচুরেট, কর্টিকোস্টেরয়েড, ডায়াজোক্সাইড, ডাইয়ুরেটিক, এপিনেফ্রিন ও অন্যান্য সিমপ্যাথোমাইমেটিক ওষুধ, ল্যাক্সেটিভ, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, ফেনোথ ায়াজিন, ফেনাইটোইন, রিফামপিসিন, থাইরয়েড হরমোন।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।

সরবরাহ :

সেকরিন” ১ ট্যাবলেট : ২ x ১৫ টি। সেকরিন” ২ ট্যাবলেট : ২ x ১৫ টি।

সেকরিন” ৩ ট্যাবলেট : ২ * ১৫ টি। সেকরিন” ৪ ট্যাবলেট : ৩ x ১০ টি

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version