আমাদের আজকের আলোচনার বিষয় Cef 3 সেফ ৩ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Cef 3 সেফ ৩ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
সেফিক্সিম (সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউ এসপি হিসেবে)। ২০০ মি.গ্রা. ক্যাপসুল, 800 মি.গ্রা. ডিএস ক্যাপসুল, ২০০ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট, ৪০০ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট, ১০০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন এবং ২০০ মি.গ্রা./৫ মি.লি. ফোর্ট সাসপেনশন।
নির্দেশনা:
ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্র নালীর সংক্রমণ, গনোকক্কাল ইউরেথ্রাইটিস, একিউট ওটাইটিস মিডিয়া ।
ব্যবহারবিধি ও মাত্রা:
সেফ-৩ ক্যাপসুল/ট্যাবলেটঃ ২০০ মি. গ্রা.- ৪০০ মি. গ্রা., একক বা বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য। সেফ-৩০ সাসপেনশন তৈরীর পাউডারঃ শিশুদের মাত্রাঃ দৈনিক ৮ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে একক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত সেবা অথবা
১/২-১ বছর পর্যন্ত ঃ ৭৫ মি.গ্ৰা.
১-৪ বছর পর্যন্ত ঃ ১০০ মি.গ্ৰা.
৫-১০ বছর পর্যন্ত ঃ ২০০ মি.গ্ৰা.
১১-১২ বছর পর্যন্ত ঃ ৩০০ মি.গ্ৰা.
১২ বছরের উর্দ্ধে : পূর্ণ বয়স্ক মাত্ৰা
পার্শ্ব প্রতিক্রিয়া:
সাধারণতঃ সেফ-৩ সুসহনীয়। যে সব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী। পরিপাকতন্ত্রে (GIT) প্রতিক্রিয়াঃ ডায়রিয়া (যদি মারাত্মক আকার ধারণ করে তবে সেফ-৩৫ সেবন বন্ধ করা উচিত), পায়খানার রং পরিবর্তন, বমিবমি ভাব, পেটে ব্যথা, অজীর্ণতা।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (CNS) প্রতিক্রিয়াঃ মাথা ব্যথা, C ঝিমুনী হতে পারে। অন্যান্য প্রতিক্রিয়াঃ অতি সংবেদনশীল (Hypersensitivity) প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ করা হলে প্রশমিত হয়। হেমাটোলজিক্যাল প্রতিক্রিয়া যা খুবই বিরল এবং সিরামে অ্যামাইলেজ এর পরিমাণ বৃদ্ধি পাওয়া।
অনুপযোগিতা:
যাদের সেফালোস্পোরিন জাতীয় ওষুধে অতিসংবেদনশীলতা আছে।
সাবধানতা:
যাদের পরিপাকতন্ত্রে সমস্যা আছে বিশেষ করে কোলাইটিস থাকলে সেফ-৩০ সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। যে সব রোগীর বৃক্কের কার্যক্ষমতায় মারাত্মক সমস্যা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই মাত্রা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভকালীন অবস্থায় এবং স্তন্যদানকালে সেফ-৩ গ্রহণে বিরত থাকাই ভাল কেননা এক্ষেত্রে তেমন কোন ক্লিনিক্যাল তথ্য নেই ।
বয়স্কদের ক্ষেত্রেঃ
কোন বিশেষ সাবধানতার প্রয়োজন নেই ।
শিশুদের ক্ষেত্রে:
১২ বছরের কম অথবা ৫০ কেজির চেয়ে কম ওজনের শিশুদের ক্ষেত্রে দৈনিক ৮ মি.গ্রা. প্রতি কেজিতে হিসাবে সেব্য।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
কোন তথ্য নেই।
সরবরাহ:
সেফ-৩ ক্যাপসুলঃ প্রতিটি বাক্সে আছে ১২ টি ক্যাপসুল। সেফ-৩ ডিএস ক্যাপসুলঃ প্রতিটি বাক্সে আছে ৬ টি ক্যাপসুল। সেফ-৩ ট্যাবলেট : প্রতিটি বাক্সে আছে ১০ টি ট্যাবলেট। সেফ-৩০ ডিএস ট্যাবলেট : প্রতিটি বাক্সে আছে ৬ টি ট্যাবলেট। সেফ-৩০ সাসপেনশন তৈরীর পাউডার (৩০ মি.লি) : প্রতিটি বোতলে আছে ৩০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার।
সেফ-৩ সাসপেনশন তৈরীর পাউডার (৪০ মি.লি) : প্রতিটি বোতলে আছে ৪০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার। সেফ-৩ সাসপেনশন তৈরীর পাউডার (৫০ মি.লি) : প্রতিটি বোতলে আছে ৫০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার। সেফ-৩৩ ফোর্ট সাসপেনশন তৈরীর পাউডার (৫০ মি.লি) : প্রতিটি বোতলে আছে ৫০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার।
আরও দেখুনঃ