Solo সোলো ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Solo সোলো ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Solo সোলো ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

সোলো” ন্যাজাল ওয়াশ: প্রতি মি.লি.-এ আছে সোডিয়াম ক্লোরাইড বিপি ৯ মি.গ্রা.।

 

Solo সোলো ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

সোলো” ন্যাজাল ওয়াশ ঠাণ্ডা ও এ্যালার্জির ওষুধের ফলে সৃষ্ট শুষ্ক নাক সিক্ত করতে নির্দেশিত। ইহা শুষ্ক আবহাওয়া অথবা বিমান ভ্রমণে সৃষ্ট শুষ্ক নাসিকা পথকে সিক্ত করে, বন্ধ নাকের মিউকাস দ্রবীভূত করে এবং অস্ত্রোপচারের পর নাসিকা পরিষ্কারে সহায়তা করে ।

এই পরিশুদ্ধ স্যালাইন দ্রবণ দেহের বিভিন্ন অংশ (ক্ষত, দেহ গহ্বর সমূহ) এবং চিকিৎসার যন্ত্রপাতি (যেমন-গজ, ক্যাথেটার, নিষ্কাশন নল) পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ইহা শরীর পরিষ্কারের অন্য ওষুধ (যেমন- ব্যাসিট্রোসিন, পলিমিক্সিন)-এর সাথে দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

নবজাতক ও শিশুদের ক্ষেত্রে: প্রতি নাসারন্ধ্রে এক ফোঁটা করে দিনে ১-৩ বার । প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে। প্রতি নাসারজে ২-৩ ফোঁটা করে দিনে ১-৩ বার।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতি নির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া:

পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। তবে কিছু কিছু ক্ষেত্রে হাঁচি, বর্ধিত নাসিকা নিঃসরণ অথবা লবনাক্ত স্থান অনুভূত হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভবতী অবস্থায় এই ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারকে জানাতে হবে। মাতৃদুগ্ধে ইহা নিঃসৃত হয় কিনা জানা নেই। স্তন্যদানকালের পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে।

সরবরাহ:

সোলো ” ০.৯% ন্যাজাল ওয়াশ। প্রতিটি প্লাস্টিক ড্রপার বোতলে আছে ১৫ মি.লি. স্যালাইন দ্রবণ।

 

Solo সোলো ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment