আমাদের আজকের আলোচনার বিষয় Cavir কাভির ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Cavir কাভির ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
কাভির” ০.৫ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে এন্টেকাভির আইএনএন ০.৫ মি.গ্রা.। কাভির” ১ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে এন্টেকাভির আইএনএন ১ মি.গ্রা.।
নির্দেশনা:
ভাইরাল রেপিকেশন এর প্রমাণ আছে এবং সিরামে এমিনোট্রান্সফারেজ (এএলটি অথবা এএসটি) এর ক্রমাগত বৃদ্ধির প্রমাণ আছে অথবা হিস্টোলজিক্যাল সক্রিয় রোগ আছে এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস-বি এর চিকিৎসায় কাভির ঞগ নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি:
কাভির খালি পেটে গ্রহণ করা উচিত (খাওয়ার কমপক্ষে দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে)। কোন নিউক্লিওসাইড চিকিৎসা নেয়নি এমন রোগীদের ক্ষেত্রে (২১৬ বছর): ০.৫ মি.গ্রা. দৈনিক একবার। ল্যামিভূডিন বা টেলবিভূডিন এর অকার্যকারিতায় (২১৬ বছর): ১ মি.গ্রা. দৈনিক একবার।
যকৃতের অকার্যকারিতায় ১ মি.গ্রা. দৈনিক একবার । বৃক্কের অকার্যকারিতায় বৃক্কীয় অকার্যকরী রোগীদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৫০ মি.লি./মিনিট এর কম হলে এবং হিমোডায়ালাইসিস অথবা সিএপিডি রোগীদের ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে এন্টেকাভির এর মাত্রার সমন্বয় করতে হবে
প্রতিনির্দেশনা:
এন্টেকাভির অথবা এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভাবস্থায় প্রেগন্যান্সী ক্যাটেগরি ‘সি’। মা থেকে শিশুতে হেপাটাইটিস-বি ভাইরাস ছড়িয়ে পড়ার উপর এন্টেকাভির এর প্রভাব সম্বলিত কোন তথ্য পাওয়া যায়নি। তাই গর্ভাবস্থায় সাবধানতার সাথে এন্টেকাভির দিতে হবে। স্তন্যদানকালে। এন্টেকাভির মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায় নি। মায়েরা যদি এন্টেকাভির গ্রহণ করে থাকেন তাহলে তাদেরকে স্তন্যদান করানো থেকে বিরত থাকা উচিত।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার:
১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক্টেকাভির এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার:
৬৫ অথবা এর অধিক বয়সের রোগীদের উপর এন্টেকাভির নিয়ে যথেষ্ট ক্লিনিক্যাল স্টাডি করা হয়নি বলে অপেক্ষাকৃত কম বয়সীদের তুলনায় তাদের উপর এন্টেকাভির এর কার্যকারিতার তুলনা করা যায়নি। তবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এন্টেকাভির এর মাত্রা নির্ধারণে সাবধানতা অবলম্বন করা এবং বৃক্কের কার্যকারিতা পর্যবেক্ষণ করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া:
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল মাথা ব্যথা, দূর্বলতা, মাথা ঝিমঝিম করা এবং বমি বমি ভাব।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
যে সব ওষুধ বৃক্কের কার্যকারিতায় প্রভাব ফেলে অথবা বৃক্ক দ্বারা অপসারিত হয়, তাদের সাথে একত্রে ব্যবহার করা হলে এন্টেকাভির অথবা সেই ওষুধের সেরাম ঘণমাত্রা বৃদ্ধি পেতে পারে। ল্যামিভূডিন, এডেফোভির ডিপিভক্সিল অথবা টেনোফোভির ডিসোপ্রোক্সিল ফিউমারেট এর সাথে এস্টেকাভির এর তেমন কোন ওষুধ আন্তঃক্রিয়া নেই।
সরবরাহ:
কাভির ০.৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৫ টি ট্যাবলেট অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাক-এ। কাভির ১ ট্যাবলেটঃ প্রতি বাক্সে আছে ৫ টি ট্যাবলেট অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাক-এ।
আরও দেখুনঃ