Cerevas সেরেভাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Cerevas সেরেভাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Cerevas সেরেভাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ভিনপোসিটিন ৫ মি.গ্রা. ট্যাবলেট ।

 

Cerevas সেরেভাস ওষুধের যাবতীয় তথ্য

 

 

নির্দেশনা :

রক্তসংবহনজনিত দুর্ঘটনা: সেরেব্রাল থ্রম্বোসিসজনিত ইসকেমিক স্ট্রোক, সেরেব্রাল এমবোলিজম, রক্তসংবহনজনিত তীব্র সমস্যা, উচ্চরক্তচাপ জনিত সমস্যা, হৃৎপিন্ডের কঠিন সমস্যা, স্নায়ু দূর্বলতা, পূর্ণ স্ট্রোক, ডিমেনসিয়া, আর্টেরিওকেরোসিস, উচ্চ রক্তচাপের এনসেফালোপ্যাথী, অ্যাপপলেকটিক অবস্থার পরে যখন রক্তক্ষরণ হয় ইত্যাদি।

বার্ধক্য : নানা মানসিক সমস্যা, রক্তসংবহনের সমস্যা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, চিন্তাশক্তি শ্লথ হওয়া, কোনো কাজে মনোযোগহীনতা, ঝিমুনী, মুড সমস্যা, বাকহীনতা, অনিদ্রা ও রজঃনিবৃত্তির সময় ভেসোভেজিটেটিভ লক্ষণ দূরীকরণে।

চক্ষুরোগ :

আর্টেরিওস্ক্লেরোসিসের কারণে চোখের করয়েড ও রেটিনার রক্তসংবহনজনিত সমস্যা। ভ্যাসোম্পাজম ম্যাকুলার উপশিরা চিন্তা ও ধমনীর রক্ততঞ্চন ও এমবোলিজম ও গ্লুকোমা অথবা এ জাতীয় সমস্যা। কর্ণরোগ : সংবহনজনিত সৃষ্ট সমস্যায় কানে সমস্যা, যা কিনা প্রেসবাইয়াকুসিস থেকে হতে পারে। মেনিয়ারস্ ডিজিজ, ককলিয়ার সমস্যা, কানে শোঁশোঁ শব্দ করা ও মাথার ঝিমুনি।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মাত্রা ও ব্যবহার বিধি :

১-২ ট্যাবলেট দিনে তিনবার। লক্ষণমাত্রায় ১টি করে ট্যাবলেট দিনে তিনবার ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

স্নায়ুজনিত চোখের এবং কানের উপরোলেখিত সমস্যার তীব্র অবস্থায় পেরেন্টেরাল চিকিৎসার পরে মুখে খাবার ট্যাবলেট চলতে থাকবে। গর্ভাবস্থায় এ ওষুধ খাওয়া নিষেধ।

পার্শ্ব প্রতিক্রিয়া :

ক্ষণস্থায়ী রক্তচাপ হ্রাস ও দ্রুত হৃদস্পন্দন হতে পারে । অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য কোন ওষুধের সাথে এর কোন ইন্টার্যাকশন আছে বলে তথ্য নেই ।

সরবরাহ :

সেরেভাস® ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ৫০ টি ট্যাবলেট।

 

Cerevas সেরেভাস ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment