আমাদের আজকের আলোচনার বিষয় Durol CR ডুরোল সিআর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Durol CR ডুরোল সিআর ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
ডুরোলTM সিআর ১০ ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে কারডেডিলল ফসফেট আইএনএন ১০ মি.গ্ৰা. ডুরোলTM সিআর ২০ ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে আছে কারভেডিলল ফসফেট আইএনএন ২০মি.গ্রা.।
নির্দেশনা:
কনজেসটিভ হার্ট ফেইলিউর : কারভেডিলল ইসকেমিক ও কার্ডিওমায়োপেথিক কারণে সৃষ্ট মৃদু বা মাঝারি হার্ট ফেইলিউরের চিকিৎসায় ডিজিটালিস , ভাল্লুরেটিক এবং এসিই ইনহিবিটর এর সাথে গ্রহণ করা যাবে, কারণ ইহা হৃদরোগজনিত মৃত্যু, হাসপাতালে ভর্তির হার অনেকাংশে কমায় ।
যেসব রোগী এসিই ইনহিবিটর, ডিজিটালিস, হাইড্রালাজিন ও নাইট্রেট ব্যবহার সহ্য করতে পারে না তাদেরকে কারডেভিলল দেয়া যেতে পারে। উচ্চ রক্তচাপ: কারভেডিলল উচ্চরক্তচাপের রোগীর চিকিৎসায় দেয়া যাবে ।
এটি অন্য উচ্চরক্তচাপ বিরোধী ঔষধের সাথে যেমন- খায়াজাইড জাতীয় ডায়ুরেটিকের সাথে দেয়া যাবে । মায়োকার্ডিয়াল ইনফার্কশন: কারতেডিলল মায়োকার্ডিয়াল ইনফার্কশন এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নির্দেশিত, যাদের লেফট ভেন্টিকুলার ইজেকশন ফ্রাকশন ৪০% ।
মাত্রা ও ব্যবহারবিধি:
হার্ট ফেইলিউর: শুরুতে কারডেডিলল ফসফেট ১০ মি.গ্রা. দিনে একবার দুই সপ্তাহ পর্যন্ত সেব্য । যাদের ক্ষেত্রে ১০ মি.গ্রা. সহনীয়, তাদের ক্ষেত্রে মাত্রা দুই সপ্তাহ অন্তর ২০ মি.গ্রা., ৪০ মি.গ্রা. ও ৮০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে।
মায়োকার্ডিয়াল ইনফার্কশন: শুরুতে কারডেভিলস ফসফেট ২০ মি.গ্রা. দিনে একবার সেব্য। সহনীয়তার উপর নির্ভর করে ৩-১০ দিন পর মাত্রা ৪০ মি.গ্রা. ও পরে ৮০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে। উচ্চ রক্ত চাপ: শুরুতে কারডেভিলস ফসফেট ২০ মি.গ্রা. দিনে একবার সেব্য।
এ মাত্রা ৭-১৪ দিন পর্যন্ত চালাতে হবে। পরে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মাত্রা ৪০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ মাত্রাও ৭-১৪ দিন পর্যন্ত চালাতে হবে এবং সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা ৮০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে।

প্রতিনির্দেশনা: তীব্র ক্রনিক কার্ডিয়াক ফেইলিউর রোগীর ক্ষেত্রে কারজেডিলল দেয়া যাবে না। যাদের শিরায় আয়নোট্রপিক ঔষধ ব্যবহার করা হচ্ছে, অ্যাজমার রোগী, ২য় অথবা ৩য় ডিগ্রির এভি হার্টবক, সিকসাইনাস সিনড্রোম (যদি স্থায়ী পেস মেকার লাগানো না থাকে),
কর্ডিওজেনিক শক্ তীব্র ব্রাডিকার্ডিয়া (হৃদস্পন্দন হ্রাস পাওয়া) ইত্যাদি রোগীদের ক্ষেত্রে কারডেভিলস ব্যবহার করা যাবে না । যকৃতের অকার্যকারিতায় কারডেডিলল দেয়া যাবে না । কারডেডিলল অতি সংবেদনশীল রোগীকেও দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া:
বেশির ভাগ পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু অথবা মাঝারি ধরনের। এগুলো হচ্ছে রক্তচাপ কমে যাওয়া (পস্টিউরাল হাইপোটেনশন), ঝিম ধরা, মাথ ব্যথা, ক্লান্তি, পরিপাকতন্ত্রীয় সমস্যা, ব্রাডিকার্ডিয়া, মাঝেমাঝে হাত-পায়ে রক্তপ্রবাহ কমে যাওয়া, হাত- পায়ে পানি জমা এবং হাতে-পায়ে ব্যথা, মুখের শুভতা, চোখে জ্বালাপোড়া, কম দেখা, ইমপোটেন্স, প্রস্রাবের অসুবিধা, ইনফ্লুয়েঞ্জার মত লক্ষণ এবং কখনো এনজিনা ।
এডি ব্লক, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন অথবা রেনাডস্ ফেনোমেনার অবনতি, ত্বকের এলার্জি, সোরিয়াসিস, নাক বন্ধ, শ্বাস কষ্ট, হাতাশা, ঘুমের অসুবিধা, হার্ট ফেইলিউর, লিভার এনজাইমের পরিবর্তন, গ্রোমবোসাইটোপেনিয়া, রক্তের শ্বেত কণিকা কমে যাওয়া ইত্যাদি হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। প্রাণীর উপর গবেষণায় কারডেভিলদের কোন ভ্রুণের উপর ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। মানুষের ক্ষেত্রে এর ফলাফল অনিশ্চিত। যেহেতু কারভেডিলল পাসেন্টাল বাধা পার হয় ও মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই গর্ভের সন্তান এবং মাতৃদুগ্ধ পান করে এমন নব জাতকের আলফা ও বিটা ব্লকিং প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এজন্যই কারতেডিলন গর্ভাবস্থায় এবং মাতৃদগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে ব্যবহার:কারতেডিললের কার্যনিরাপত্তা এবং কার্যকারিতা শিশুদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত নয় ।
অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া:
ডিগক্সিনের সাথে কারডেডিলল ব্যবহারে ভিলক্সিনের বায়োএভেইলেবিলিটি (রকে ঔষধের মাত্রা) বাড়ে। হাইড্রোক্লোরোথায়াজাইডের সাথে কারতেডিলল কোন প্রতিক্রিয়া নেই। তেমনি সিমেটিডিন, টরসেমাইড এবং ওয়ারফেরিনের সাথে কারডেডিলল ব্যবহারের কোন প্রতিক্রিয়া দেখা দেয় না।
সরবরাহ:
ডুরোলTM সিআর ১০ ক্যাপসুল: প্রতি বাক্সে আছে ৩০টি ক্যাপসুল রিস্টার প্যাকে। ডুরোলTM সিআর ২০ ক্যাপসুল: প্রতি বাক্সে আছে ৩০টি ক্যাপসুল রিস্টার প্যাকে।
আরও দেখুনঃ