Fexo Plus ফেক্সো প্লাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Fexo Plus ফেক্সো প্লাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Fexo Plus ফেক্সো প্লাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ৬০ মি.গ্রা. এবং এক্সটেনডেড রিলিজড় হিসেবে স্যুডোএফিড্রিন হাইড্রোক্লোরাইড বিপি ১২০ মি.গ্রা. ট্যাবলেট।

 

Fexo Plus ফেক্সো প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

ফেক্সো’ প্লাস ট্যাবলেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত সিজনাল ও পেরিনিয়াল এলার্জিক সমস্যায় সৃষ্ট উপসর্গ সমূহ হতে মুক্তি পেতে প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত। উপসর্গ সমূহের মধ্যে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকে/মুখের তালুতে/গলায় / চোখে চুলকানিভাব, নাক বন্ধ থাকা ইত্যাদি উল্লেখযোগ্য। যখনই এন্টি হিস্টামিনিক এবং নাক বন্ধরোধী কার্যকারিতা এক সাথে প্রয়োজন, তখনই ওষুধটি গ্রহণ করা যেতে পারে।

মাত্রা ও ব্যবহারবিধি :

ফেক্সো’ প্লাস ট্যাবলেটের নির্দেশিত মাত্রাঃ প্রতিদিন ২টি করে ট্যাবলেট খালি পেটে পানির সাথে খেতে হবে। খাবারের সাথে ওষুধটি গ্রহণ করা যাবে না। যে সকল রোগীর বৃক্কীয় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দৈনিক ১টি ট্যাবলেট গ্রহণ করতে হবে। ট্যাবলেটটি চুষা কিংবা ভাঙ্গা যাবে না, পুরোটাই একসাথে খেতে হবে।

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

ওষুধটির কোন উপাদানের প্রতি অতি মাত্রায় সংবেদনশীল হলে ইহা নিৰ্দেশিত নয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে নিদ্রাহীনতা, মাথা ব্যথা, উত্থিতা, মুখের শুষ্কতা, বমি বমি ভাব ইত্যাদি উল্লেখযোগ্য।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এবং সুডোইফেড্রিন হাইড্রোক্লোরাইড একে অন্যের সাথে কোন বিক্রিয়া করে না। অধিকন্তু,ফেক্সোফেনাডিন এর সাথে কিটোকোনাজল বা ইরাইড্রোমাইসিন গ্রহণ করলে প্লাজমাতে ফেক্সোফেনাডিন এর মাত্রা বেড়ে যেতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। গর্ভাবস্থায় কেবল বিশেষ বিবেচনায় গ্রহণযোগ্য ।

স্তন্যদানকালে ব্যবহার: সাবধানতা অবলম্বন করা উচিত।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার:

১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয়।

 

Fexo Plus ফেক্সো প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

ফেক্সো” প্লাস ট্যাবলেট। প্রতি বাক্সে আছে ৫ x ১০ টি ট্যাবলেট রিস্টার প্যাক-এ।

 

আরও দেখুনঃ

Leave a Comment