আমাদের আজকের আলোচনার বিষয় Neurolep নিরোলেপ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Neurolep নিরোলেপ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
পাইরাসিটাম ৮০০ মি.গ্রা. ট্যাবলেট ও ৫০০ মি.গ্রা./৫ মি.লি. সলিউশন।
নির্দেশনা :
গুরুমস্তিষ্কের সংবহন নালিকার বিপর্যয়ে এবং সেরিব্রাল ফ্লুয়েডের অপর্যাপ্ততায়, শিশুদের স্বাভাবিক মানসিক বৃদ্ধি ব্যাহত হলে, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে; বৃদ্ধাবস্থায় ব্যবহারজনিত এবং মানসিক সমস্যা দেখা দিলে, স্মৃতি শক্তি হ্রাসে; নির্দেশিত
মাত্রা ও ব্যবহার বিধি :
বয়স্কদের জন্য : একটি ট্যাবলেট (৮০০ মি.গ্রা.) অথবা ১-২ চা চামচ দিনে ৩ বার। শিশুদের জন্য : প্রতি কেজি ওজনে ৫০ মি.গ্ৰা. হিসেবে দিনে ৩ বিভক্ত মাত্রায় ওষুধটি সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
যাদের প্রস্রাবের তীব্র অপর্যাপ্ততা আছে (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স-এর হার মিনিটে ২০ মি.লি.-এর কম), যাদের বৃক্কীয় জটিলতা আছে তারা পাইরাসিটাম নিতে পারবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :
পার্শ্ব প্রতিক্রিয়া সমূহের মধ্যে রয়েছে ভীতিকর ভাব, উত্তেজনা, উদ্বেগ, জ্বালাপোড়া এবং ঘুমের ব্যঘাত, ডায়রিয়া, বমি, বমি বমি ভাব এবং অস্ত্রের ব্যথা দেখা দিতে পারে। অন্যান্য লক্ষণ মাথা ধরা, মাথা ঘোরা, কাঁপুনি এবং বিরলক্ষেত্রে যৌন উত্তেজনা দেখা যায় । .
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ক্লোনাজিপাম, কার্বামাজিপাইন, ফিনাইটইন, ফেনোবারবিটাল এবং সোডিয়াম ভ্যালপ্রোয়েট এর সাথে পাইরাসিটামের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
সরবরাহ :
নিউরোলেপ” ট্যাবলেট : প্ৰতি ৰাক্সে মাছে ৪০ টি ট্যাবলেট। নিউরোলেপ সলিউশন ১০০ মি.লি.। প্রতি বোতলে আছে ১০০ মি.লি. সলিউশন ।
ঔষধের প্রয়োগ প্রক্রিয়া
যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:
দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)
আরও দেখুনঃ