Prolert প্রোলার্ট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Prolert প্রোলার্ট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Prolert প্রোলার্ট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ফ্রক্সেটিন ২০ মি.গ্রা. ক্যাপসুল।

নির্দেশনা:

বিষণ্ণতাজনিত অসুস্থতা, বুলিমিয়া নারভোসা, এনোরেক্সিয়া নারভোসা, অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার এবং প্রি-ম্যানস্ট্রয়াল সিনড্রোম।

 

Prolert প্রোলার্ট ওষুধের যাবতীয় তথ্য

 

মাত্রা ও ব্যবহার বিধি:

দৈনিক ২০ মি.গ্রা. (১টি ক্যাপসুল) মুখে সেব্য। প্রয়োজন বোধে দৈনিক মাত্রা ৬০ মি.গ্রা. (৩টি ক্যাপসুল) মুখে সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং যেসব রোগী মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর গ্রহণ করছেন।

পার্শ্ব প্রতিক্রিয়া:

দুশ্চিন্তা, স্নায়ুবিক দুর্বলতা, অনিদ্রা, তন্দ্রাচ্ছন্নতা ও অবসন্নতা বা দৌর্বল্য, কাপুনী, ঘাম বের হওয়া, মাথা ঝিম ঝিম করা এবং পরিপাকস্ত্রের প্রতিক্রিয়াসমূহের মধ্যে ক্ষুধামন্দা, বমি ভাব ও ডায়রিয়া অন্যতম। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে এনজিও ইডিমা, আরটিকেরিয়া বা অন্যান্য এলার্জিক প্রতিক্রিয়া ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

মনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর একত্রে ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় এটি ব্যবহার করা উচিত নয়। মাতৃদুগ্ধে এর নিঃসরণ সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায়নি।

সরবরাহ:

প্রোলার্ট” ক্যাপসুল : ৫ x ১০ টি।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

Prolert প্রোলার্ট ওষুধের যাবতীয় তথ্য

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment