Revira 500 রেভিরা ৫০০ ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Revira 500 রেভিরা ৫০০ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Revira 500 রেভিরা ৫০০ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ভ্যালাসাইক্লোভির আইএনএন ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম ।

 

Revira 500 রেভিরা ৫০০ ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনাঃ

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: হারপিস ল্যাবিয়ালিস, জেনিটাল হারপিস, হারপিস জোস্টার শিশুদের ক্ষেত্রে। হারপিস ল্যাবিয়ালিস, চিকেন পক্স।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা হারপিস ল্যাবিয়ালিস: ২ গ্রাম করে প্রতি ১২ ঘন্টা পর পর, ১ দিন

জেনিটাল হারপিস: প্রাথমিক অবস্থায় ১ গ্রাম করে নিনে ২ বার, ১০ দিন। পূনঃসংক্রমণের ক্ষেত্রে ৫০০ মি.গ্রা. দিনে ২ বার, ৩ দিন।

সাপ্রেসিভ থেরাপি: ইমিউনোকমপিটেন্ট রোগীদের ক্ষেত্রে পরিবর্তিত মাত্রা, যে সকল রোগীদের ক্ষেত্রে বছরে ৯ বার পূনঃসংক্রমণ ঘটে

এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে: ১ গ্রাম দিনে ১ বার, ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ৫০০ মি.গ্রা. দিনে ২ বার হারপিস জোস্টার ১ গ্রাম দিনে ৩ বার, ৭ দিন শিশুদের ক্ষেত্রে সেবন মাত্র হারপিস ল্যাবিয়ালিস (কোল্ড সোর) (< ১২ বছর) ২ গ্রাম করে দিনে ২ বার ১ দিন চিকেন পক্স ২০ মি.গ্রা./কেজি দিনে ৩ বার, ৫ নিন; দিনে সর্বোচ্চ ১ গ্রাম করে ৩ বার

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

বৃকের কার্যক্ষমতায় সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে ভ্যালাসাইক্লোভিরের সেবন মাত্রা কমাতে হবে। একই সতর্কতা অবলম্বন করতে হবে বয়স্ক রোগী যারা নেফ্রোটক্সিক ওষুধ সেবন করছে তাদের ক্ষেত্রে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

চুলকানি, অস্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর পরিমান বৃদ্ধি পাওয়া, রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথাব্যথা, স্নায়ুবিক বিক্রিয়া, কান্তি ।

গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময়ে ব্যবহার:

গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি ‘বি’ ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তবে যখন গ্রুপের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে তখনই ভ্যালাসাইক্লোভির দেয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

খাদ্য এবং অন্য ওষুধের সাথে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাদের রেচনতন্ত্র স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে অন্য ওষুধ যেমন- ডিগক্সিন, এন্টাসিড, থায়াজাইড ডাই- ইউরেটিক, সিমেটিডিন বা প্রোবেনেসিড গ্রহণের সময় সেবন মাত্রার কোন রকম পরিবর্তন প্রয়োজনীয় নয়।

 

Revira 500 রেভিরা ৫০০ ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

রেভিরা” ৫০০ মি.গ্রা. প্রতি বাক্সে আছে ১০টি ট্যাবলেট। রেভিরা” ১ গ্রাম: প্রতি বাক্সে আছে ১০টি ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Leave a Comment