আমাদের আজকের আলোচনার বিষয় Rupatrol রুপাট্রল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Rupatrol রুপাট্রল ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
রুপাট্রল ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে রুপাটাডিন ফিউমারেট আইএনএন যা রুপাটাডিন ১০ মি.গ্রা. এর সমতুল্য।
নির্দেশনা:
রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি :
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছর বয়সী শিশু ও এর উর্ধ্বে: ১০ মি.গ্রা. দিনে ১ বার খাওয়ার আগে অথবা পরে।
প্রতিনির্দেশনা :
রুপাটাডিন অথবা এতে ব্যবহৃত অন্য যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া:
ঝিমুনি, মাথাব্যথা, মাথাঘোরা, শুদ্ধমুখ, অবসান, দূর্বলতা।

সতর্কতা:
যাদের QT ইন্টারভ্যাল বেড়ে যায় তাদের ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রুগীর অসংশোধিত হাইপোক্যালামিয়া, নিরবিচ্ছিন্ন প্রোএরিসমেটিক অবস্থা যথা ক্লিনিক্যালি ব্রেডিকার্ডিয়া অথবা একিউট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া আছে তাদের ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে।
বৃদ্ধ রুগীদের (৬৫ বছর এবং তার চেয়ে বেশী) ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রুগীর কিডনি অথবা যকৃত কার্যক্রমে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। তবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। রুপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।
সরবরাহ:
রুপাট্রল ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ