Square Zinc স্কয়ার জিংক ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Square Zinc স্কয়ার জিংক ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Square Zinc স্কয়ার জিংক ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

স্কয়ার জিংক’ প্রতিটি ডিপারসিবল ট্যাবলেট-এ আছে জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসটি যা ২০ মি.গ্রা. জিংক এর সমতুল্য।

 

Square Zinc স্কয়ার জিংক ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

ডায়রিয়া চিকিৎসায়, বিশেষ করে ২ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে স্কয়ার জিংক” (জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি) যুগপৎভাবে ওরাল রিহাইড্রেশন সল্টস (ORS) এর সাথে ব্যবহৃত হয়।

তাছাড়া স্কয়ার জিংক” (জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি) জিংকের ঘাটতিজনিত অন্যান্য সমস্যা যেমন-ক্ষুমন্দা, তীব্র বৃদ্ধি হ্রাস, বিকৃত হাড় তৈরী, দুর্বল ইমিউনোলোজিক্যাল সাড়া, পুনঃসংঘটনশীল শ্বসানালী সংক্রমণ, এ্যাকরোডার্মাটাইটিস এ্যান্টেরোপ্যাথিকা, প্যারাকেরাটেটিক ত্বকের ক্ষত, অপূর্ণ এবং বিলম্বিত ক্ষতের আরোগ্য, রক্ত স্বল্পতা, রাতকানা, মানসিক অশান্তি-এ নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

ডায়রিয়া চিকিৎসায় ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিংক সেবন করা উচিত। ২ থেকে ৬ মারে শিশু দৈনিক ১০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন । ৬ মাস থেকে ৫ বছরের শিশু : দৈনিক ২০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্যান্য নির্দেশনায় :

শিশুদের ক্ষেত্রে অনুমোদিত মাত্রা হচ্ছে দৈনিক ২-২.৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে। ১০ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে: ১০ মি.গ্রা. জিংক দৈনিক ২ বার। ১০ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত শিশুদের জন্য : ২০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার। প্রাপ্ত বয়স্ক এবং ৩০ কেজি-এর উর্দ্ধে শিশুদের জন্য ৪০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার। প্রতি

নির্দেশনা :

জিংক এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

পেনিসিলামিন এর সাথে একত্রে জিংক লবণ ব্যবহার করলে পেনিসিলামিন-এর কার্যক্ষমতা কমে যেতে পারে।

অন্য ওষুধের সাথে পতিক্রিয়া :

একত্রে টেট্রাসাইক্লিন এর সাথে প্রদান করলে জিংক, টেট্রাসাইক্লিন এর বিশোষনে বাধা দেয়। উভয়ের প্রদানের সময়ের মধ্যে নুন্যতম তিন ঘন্টা বিরতি দিতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া :

সাধারণত সুসহনীয়।

 

Square Zinc স্কয়ার জিংক ওষুধের যাবতীয় তথ্য

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

একত্রে টেট্রাসাইক্লিন এর সাথে প্রদান করলে জিংক, টেট্রাসাইক্লিন এর বিশোষনে বাধা দেয়। উভয়ের প্রাসানের সময়ের মধ্যে নুন্যতম তিন ঘন্টা বিরতি দিতে হবে ।

সরবরাহ :

স্কয়ার জিংক” ট্যাবলেট : ৩ x ১০ টি।

 

আরও দেখুনঃ

Leave a Comment