Sultolin Cozycap সালটোলিন কোজিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Sultolin Cozycap সালটোলিন কোজিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Sultolin Cozycap সালটোলিন কোজিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতিটি ক্যাপসুলে আছে ২০০ মাইক্রোগ্রাম সালবিউটামল বিপি ।

 

Sultolin Cozycap সালটোলিন কোজিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

সালটোলিন কোজিক্যাপ ৪ বছর এবং তার অধিক বয়সী রোগীদের ব্রংকোস্পাজম এর চিকিৎসা এবং প্রোফাইলেক্সিস হিসেবে ব্রংকিয়াল এবং ব্যায়ামজনিত হাঁপানিতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি:

বয়স্ক: ব্রংকোম্পাজম থেকে মুক্তি এবং হাঁপানি ইন্টারমিটেন্ট অ্যাজমা ব্যবস্থাপনার জন্য একক মাত্রায় একটি বা দুইটি কোজিক্যাপ গ্রহণ করতে হবে। মেইনটেনেন্স অথবা প্রোফাইলেকটিক চিকিৎসায় সালটোলিন কোজিক্যাপ এর বয়স্কদের সুপারিশকৃত মাত্রা হল ২০০ মাইক্রোগ্রাম প্রতি ৪-৬ ঘন্টায়,

রেভোলাইজার ডিভাইসের মাধ্যমে। কিছু কিছু রোগীদের ২০০ মাইক্রোগ্রাম এর দুইটি ক্যাপসুল লাগতে পারে ৪-৬ ঘন্টা পরপর। বেশি মাত্রা বা এর চেয়ে ঘনঘন গ্রহণ করা উচিত নয়। রিকারেন্ট অথবা ইন্টারমিটেন্ট পর্বগুলো নিয়ন্ত্রণের জন্য সালবিউটামল পাউডার চালিয়ে নেয়া যাবে।

শিশু: এপিসোডিক হাঁপানি নিয়মিত চিকিৎসায় তীব্র ব্রংকোম্পাজম থেকে রক্ষা পেতে অথবা ব্যায়ামজনিত হাঁপানি থেকে রক্ষার জন্য ৪ বছর বা তার অধিক বয়সী বাচ্চাদের জন্য সপারিশকৃত মাত্রা হল একটি সালটোলিন কোজিক্যাপ । নিয়মিত বা প্রোফাইলেকটিক চিকিৎসার জন্য একটি কোজিক্যাপ দিনে তিন থেকে চার বার শ্বাসতন্ত্রের মাধ্যমে গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে মাত্রা বাড়িয়ে দিনে দুইটি কোজিক্যাপ গ্রহণ করতে হবে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতি নির্দেশনা:

এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল থাকলে।

সাবধানতাঃ

পূর্ববর্তী কার্যকর মাত্রা যদি কমপক্ষে তিন ঘন্টা উপশম নিতে না পারলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাইপারথ ইিরয়েডিজম, মায়োকার্ডিয়াল ইনসাফিসিয়েন্সি, এরিথ মিয়াস, হাইপারটেনশন এবং ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদি ক্ষেত্রে সালবিউটামল এবং অন্যান্য বিটা-২ এগোনিস্ট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় বিটা-২ এগোনিস্ট শ্বাসতন্ত্রের মাধ্যমে ব্যবহারের সুবিধা হল ভ্রুণের উপর ফার্মাকোলজিক্যাল প্রভাব রাখতে পারে এমন প্লাজমা ঘনত্ব ছাড়াই থেরাপিউটিক অ্যাকশন দিতে পারে। যদিও সালবিউটামল টেরাটোজেনিক এমন কোন প্রমাণ নেই।

তারপরও গর্ভধারনের প্রথম তিন মাসে শুধু মাত্র প্রয়োজন হলে ব্যবহার করতে হবে। সালবিউটামল সম্ভবত মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। মায়েরা সালউিটামল শ্বাসতন্ত্রের মাধ্যমে গ্রহণ করলে সন্তানের বিরূপ প্রতিক্রিয়ার কোন প্রমান নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সালবিউটামল স্কেলেটল মাসল এর কাঁপুনি (বিশেষ করে হাতে), প্যালপিটেশন এবং মাস্‌ল ক্রামপস্। টেকিকার্ডিয়া, মাথাব্যথা, প্রান্তীয় রক্তনালী প্রসারণ উচ্চ মাত্রার পর দেখা যায়। নিয়মিত চিকিৎসায় তা আর পরে দেখা যায় না।

 

Sultolin Cozycap সালটোলিন কোজিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

 

বিরল ক্ষেত্রে এনজিও ইডিমা, আর্টিকেরিয়া, ব্রংকোম্পাজম, হাইপোটেনশন দেখা যায়। সব ইনহেলেশনের ক্ষেত্রে প্যারাডক্সিক্যাল ব্রংকোম্পাজম এর সম্ভাবনা মাথায় রাখতে হবে। যদি তা ঘটে তবে এই ওষুধ পরিহার করতে হবে এবং বিকল্প চিকিৎসা শুরু করতে হবে।

সরবরাহ:

সালটোলিন’ কোজিক্যাপ। প্রতি প্যাকে আছে ৩০টি কোজিক্যাপ ।

 

আরও দেখুনঃ

Leave a Comment