Ticas টিকাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ticas টিকাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ticas টিকাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ফ্রুটিকাসোন প্রোপিওনেট ০.০৫% ক্রীম ও ০.০০৫% অয়েন্টমেন্ট।

 

Ticas টিকাস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

কর্টিকোস্টেরয়েড সংবেদনশীল একজিমা / ডার্মাটাইটিস-এর প্রদাহ নিরাময়ে এবং এর দ্বারা সৃষ্ট চুলকানি উপশমে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

আক্রান্ত স্থানে দিনে একবার ক্রীমের অথবা দুইবার অয়েন্টমেন্টের পাতলা প্রলেপ দিতে হবে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

রোজাসিয়া, একনি ভালগারিস, পেরি-ওরাল ডার্মাটাইটিস, প্রাথমিক কিউটেনিয়াস ভাইরাল ইনফেকশনস্ (যেমন – হার্পিস সিমপ্লেক্স, চিকেন পক্স), এর কোন একটিউপাদানের প্রতি অতিসংবেদনশীলতা, পেরিএ্যানাল এবং জেনিটাল প্রুরিটাস ইত্যাদিতে অনুপযোগী।

ছত্রাক এবং ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট ইনফেকশনজনিত প্রাথমিক ক্ষত এবং এক বছরের কম বয়সের শিশুদের ডার্মাটাইটিসের ক্ষেত্রে (ডার্মাটাইটিস, ন্যাপকিন ইরাপসন সহ ) ব্যবহার নির্দেশিত নয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

স্থানীয় প্রদাহ এবং চুলকানি পরিলক্ষিত হয়। অতিসংবেদনশীলতা ত্বকের কোষীয় পরিবর্তন, যেমন, ত্বক পাতলা হয়ে যাওয়া, স্ট্রিয়া, ত্বকীয় রক্তনালীগুলির বড় হয়ে যাওয়া, হাইপারট্রিকোসিস এবং হাইপারপিগমেনটেশন ঘটাতে পারে। ত্বকীয় খাঁজে পুনঃইনফেকশন ঘটাতে পারে। হাইপারকটিসিজম দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

কোন তথ্য পাওয়া যায়নি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

ভ্রুণের ক্ষতি থেকে মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশী থাকলেই কেবলমাত্র গর্ভাবস্থায় ব্যবহার চিন্তা করা যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে প্রয়োগের সময় মা দিকগুলির তুলনা করতে হবে। এবং বাচ্চার ক্ষতিকর প্রভাব সমূহের সাথে উপকারী দিকগুলির তুলনা করতে হবে।

সরবরাহ :

টিকাস” ক্রীম : ১০ গ্রাম। টিকাস অয়েন্টমেন্ট : ১০ গ্রাম।

 

Ticas টিকাস ওষুধের যাবতীয় তথ্য

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment