আমাদের আজকের আলোচনার বিষয় Vigorex ভিগোরেক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Vigorex ভিগোরেক্স ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
ভিগোরেক্স ২৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিলডেনাফিল ২৫ মি.গ্রা. সিলডেনাফিল সাইট্রেট আইএনএন হিসেবে।
ভিগোরেক্স ৫০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিলডেনাফিল ৫০ মি.গ্রা. সিলডেনাফিল সাইট্রেট আইএনএন হিসেবে।
ভিগোরেক্স ১০০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিলডেনাফিল ১০০ মি.গ্রা. সিলডেনাফিল সাইট্রেট আইএনএন হিসেবে।
নির্দেশনা:
ভিগোরেক্স লিঙ্গত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় সেব্য ।
সেবনবিধি ও মাত্রা:
ভিগোরেক্স ৫০ মি.গ্রা. দিনে একবারের যৌন মিলনের ৩০-৪০ মিনিট আগে সেবন করতে হবে। কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো অথবা ২৫ মি.গ্রা. পর্যন্ত কমানো যেতে পারে। সব সময় ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সেবন করুন। দিনে সর্বোচ্চ একবারই সেবন করা উচিৎ।
প্রতিনির্দেশনা:
সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে কাজেই যারা নিয়মিত নাইট্রেট জাতীয় ওষুধ সেবন করছেন অথবা যুগপৎ সেবন করছেন তাদের ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত।
পার্শ্বপ্রতিক্রিয়া:
অন্য ওষুধের মতোই সিলডেনাফিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যদিও সবার ক্ষেত্রে এটা ঘটেনা। সিলডেনাফিলসহ অন্য সকল ওষুধই এলার্জির কারণ হতে পারে। সিলডেনাফিল সেবনের পর কোন ধরনের এলার্জির লক্ষণ যেমন- তাৎক্ষনিক হুইজিং, শ্বাসকষ্ট অথবা মাথাঘোরা চোখের পাতা, মুখ মন্ডল, ঠোঁট ও গলা ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে (প্রতি ১০০ জনে ১-১০ জন)। মুখমণ্ডল জ্বালাপোড়া করা, বদহজম, ঝাপসা দৃষ্টি, আলোক সংবেদনশীলতা, স্টাফিনোজ এবং মাথা ঘোৱা ।
খুব কম ঘটে এমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে- বমি, ত্বকের ফুসকুড়ি, চোখের পিছনে রক্তক্ষরণ, রক্তলাল চোখ, চোখে ব্যথা, চোখে দুটো দেখা, চোখে অস্বাভাবিক অনুভূতি অসম অথবা দ্রুত হৃদস্পন্দন, মাংশপেশীতে ব্যথা, ঘুমঘুমভাব, স্পর্শানুভূতি কমে যাওয়া, মাথা ঘোরা, কানে শব্দ হওয়া, বমিবমি ভাব, মুখে শুভানুভূতি, বুকে ব্যথা, ক্লান্তি অনুভূতি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:
ভিগোরেক্স মহিলাদের জন্য নির্দেশিত নয়।
সতর্কতা:
অ্যালকোহল পানে লিঙ্গখানে অপরাগতা দিখা দিতে পারে । ওষুধ থেকে উপকারিতা পেতে হলে ভিগোরেক্স সেবনের পূর্বে অতিরিক্ত অ্যালকোহল পান করা যাবে না।
সরবরাহ:
ভিগোরেক্স ২৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪ টি ট্যাবলেট।
ভিগোরেক্স ৫০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪ টি ট্যাবলেট।
ভিগোরেক্স ১০০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪ টি ট্যাবলেট।
আরও দেখুনঃ