ভিটামিন এর ধারণা | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি

ভিটামিন এর ধারণা আজকের আলোচনা বিষয় |মানুষের বিভিন্ন ধরনের ভিটামিন দরকার। সেসব ভিটামিনের ধরণ, তাদের উৎস, সেগুলোর ক্রিয়াকলাপের বিস্তারিত এবং ভিটামিনগুলোর দৈনন্দিন প্রয়োজনীয়তা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে.ভিটামিন (Vitamin) ক্লাসটি বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Phisiology) কোর্সের অংশ |

বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Phisiology) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Educaiton)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Educaiton)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

ভিটামিন এর ধারণা

ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। যেমন ভিটামিন A’র অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে ত্বকে সমস্যা দেখা দেয়। ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাশিমির ফ্রাঙ্ক ১৯১২ সালে।

 

ভিটামিন এর ধারণা

 

মানবদেহের ভিটামিনসমূহ ও সংশ্লিষ্ট তথ্যাদি

ভিটামিনের নামরাসায়নিক নামদ্রাব্যতাঅভাবের ফলে সৃষ্ট রোগসমূহযে হারে খাবার গ্রহণ করতে হবে
(পুরুষ, বয়স: ১৯-৭০)
সর্বোচ্চ যে পরিমাণ খাবার গ্রহণ করা যাবে
(UL/day) 
ভিটামিন এরেটিনয়েড (রেটিনল, retinoids
and carotenoids)
স্নেহ পদার্থরাতকানা রোগ,জেরপথালমিয়া,
Keratomalacia[২]
900 µg3,000 µg
ভিটামিন বিThiamineপানিBeriberi1.2 mg(N/D) 
ভিটামিন বিরিবোফ্লাভিনপানিAriboflavinosis1.3 mgN/D
ভিটামিন বিNiacinপানিPellagra16.0 mg
ভিটামিন বিকোলিনপানিপ্রোটিন বিপাক ব্যাহত হয়12–18 mg
ভিটামিন বিPantothenic acidপানিParesthesia5.0 mgN/D
ভিটামিন বিপাইরিডক্সিনপানিরক্তশূন্যতা[৫]1.3-1.7 mg100 mg
ভিটামিন বিBiotinপানিn/a30.0 µgN/D
ভিটামিন বিFolic acidপানিDeficiency during pregnancy is
associated with birth defects.
400 µg1,000 µg
ভিটামিন বি১২CyanocobalaminপানিMegaloblastic anaemia 2.4 µgN/D
ভিটামিন সিAscorbic acidপানিScurvy90.0 mg2,000 mg
ভিটামিন ডিErgocalciferol, Cholecalciferolচর্বিRickets, Osteomalacia5.0 µg-10 µg  50 µg
ভিটামিন ইTocopherol, Tocotrienolচর্বিDeficiency is very rare, mild
hemolytic anemia in newborn
infants. 
15.0 mg1,000 mg
ভিটামিন কেNaphthoquinone,ফাইলোকুইননচর্বিBleeding diathesis120 µgN/D

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ভিটামিন এর ধারণা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ 

Leave a Comment