লেভেল অফ অর্গানাইজেশন | বেসিক সায়েন্স

লেভেল অফ অর্গানাইজেশন আজকের আলোচনা বিষয় | লেভেল অফ অর্গানাইজেশন (Level Of Organization) ক্লাসটি বেসিক সায়েন্স (basic science) কোর্সের অংশ |বেসিক সায়েন্স (basic science) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Education)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Education)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

লেভেল অফ অর্গানাইজেশন

জৈবিক সংগঠন (ইংরেজি: Biological organization) বা জৈবিক সংগঠনের স্তরক্রম বা জীবনের স্তরক্রম (Hierarchy of life) বলতে জীবনকে সংজ্ঞায়িতকারী জটিল জৈবিক কাঠামো ও ব্যবস্থাগুলির একটি স্তরক্রমকে বোঝায়, যাকে জটিল কোনও কিছুকে সরল খণ্ডাংশে বিশ্লিষ্ট করার দৃষ্টিভঙ্গি থেকে নির্মাণ করা হয়েছে। ঐতিহ্যবাহী স্তরক্রমটি পরমাণু থেকে জীবমণ্ডল পর্যন্ত প্রসারিত। এই স্তরক্রমের প্রতিটি স্তরের সংগঠনের মাত্রা তার নিচের স্তরের সাপেক্ষে অধিকতর জটিল।

 

 

কোনও স্তরের প্রতিটি “বস্তু” বা “সদস্য” মূলত ঠিক তার নিচের স্তরের একাধিক বস্তু বা সদস্যের সমবায়ে গঠিত। এইরূপ সংগঠনের পেছনে যে ভিত্তিসদৃশ মূলনীতিটি কাজ করছে, সেটি হল “উদ্ভব” (Emergence); কোনও নির্দিষ্ট স্তরের সদস্যদের যে ধর্মাবলি ও কাজ পরিলক্ষিত হয়, সেগুলি এর নিচের স্তরগুলিতে অনুপস্থিত থাকে।

জীবনের জৈবিক সংগঠন ও তার স্তরক্রম বৈজ্ঞানিক গবেষণা বহুসংখ্যক ক্ষেত্রের একটি মৌলিক প্রতিজ্ঞা। বিশেষত চিকিৎসাবিজ্ঞানে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জৈবিক সংগঠনের বিভিন্ন মাত্রা সংজ্ঞায়িত না থাকত, তাহলে রোগব্যাধি ও শারীরবিজ্ঞানের গবেষণাতে বিভিন্ন ভৌত ও রাসায়নিক ঘটনার প্রভাব অধ্যয়ন করা দুরূহ এবং সম্ভবত অসম্ভব একটি কাজে পরিণত হত। উদাহরণস্বরূপ, জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান ও আচরণীয় স্নায়ুবিজ্ঞানের মতো ক্ষেত্রগুলির হয়ত অস্তিত্বই থাকত না, যদি মানব মস্তিষ্ক কিছু নির্দিষ্ট ধরনের কোষ দিয়ে তৈরি না হত।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আবার যদি কোষ পর্যায়ে কোনও পরিবর্তন যদি সমগ্র জীবদেহকে প্রভাবিত না করত, তাহলে ঔষধবিজ্ঞানের মৌলিক ধারণাগুলির কোনও অস্তিত্ব থাকত না। বাস্তুবৈজ্ঞানিক স্তরগুলিতেও একই কথা প্রযোজ্য। যেমন ডিডিটি নামক কীটনাশকের প্রভাব অধোকোষীয় বা কোষনিম্নস্থ স্তরে পরিলক্ষিত হলেও এটি উপরের স্তরগুলিকেও, এমনকি বিভিন্ন বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করে। তাত্ত্বিকভাবে একটিমাত্র পরমাণুর পরিবর্তন সমগ্র জীবমণ্ডলে পরিবর্তন সৃষ্টি করতে সক্ষম।

 

বেসিক সায়েন্স

 

লেভেল অফ অর্গানাইজেশন নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ 

Leave a Comment