‘ গরীবের ডাক্তার ‘ জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণ | সারা সপ্তাহের খবর

‘ গরীবের ডাক্তার ‘ জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণ খবর দিয়ে শুরু করছি মেডিকেল গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

‘ গরীবের ডাক্তার ‘ জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণ

 

' গরীবের ডাক্তার ' জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণ | সারা সপ্তাহের খবর

 

বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া এগারোটায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. মামুন মুস্তাফি মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ডা. জাফরুল্লাহ’র মৃত্যু সংবাদ ঘোষণা করেন।

আমরা চাই না দেশের মানুষের স্বাস্থ্য নষ্ট হোক: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের স্বাস্থ্যের ক্ষতি রোধে প্রায় ২০টি শিল্প-কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মেডিকেল কলেজও আমরা বন্ধ করে দিয়েছি। মানুষের ক্ষতি হয় সেগুলো আমরা চলতে দেব না। দেশের মানুষের ক্ষতি হয় সেগুলো যেভাবেই হোক আমরা গ্রহণ করব না। দেশের মানুষের স্বাস্থ্য নষ্ট হোক এটা আমরা চাইব না।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ক্যানসারের বিরুদ্ধে লড়ার জন্য সাহায্য করছে লাখো বছরের পুরোনো ভাইরাস

মানুষের শরীরে কিছু পুরোনো ভাইরাস রয়েছে। লাখ লাখ বছর ধরে এসব ভাইরাস মানবশরীরের ডিএনএর ভেতরে অবস্থান করে। বিজ্ঞানীরা বলছেন, এসব ভাইরাস ক্যানসারের বিরুদ্ধে লড়তে মানুষকে সহায়তা করে। যুক্তরাজ্যের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এসব ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। তাঁদের মতে, যখন মানুষের শরীরে ক্যানসারের কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ডিএনএর ভেতরে সুপ্ত অবস্থায় থাকা পুরোনো এসব ভাইরাস সক্রিয় হয়ে ওঠে।

চলতি বছর সব হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করা হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

 

গরীবের ডাক্তার

 

 স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যশিক্ষা উন্নত করতে নতুন নতুন উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৫০টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরই পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালেও বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু হবে। এতে রোগ নির্ণয়ে সব পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।

তাপমাত্রা পর্যবেক্ষণ করছে সরকার, সতর্ক থাকার আহ্বান

বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহ রাজধানীসহ সারাদেশে মানুষকে অস্বস্তিতে ফেলেছে। চৈত্রের শেষ থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম অনুভূত হওয়ার মাত্রাও বাড়ছে। আসন্ন ঈদকে সামনে রেখে সরকারি-বেসরকারি অফিসগুলোতে শেষ মুহূর্তের কর্মব্যস্ত সময় পার করছে মানুষ। রোজাদার ব্যক্তিরা রোজা রেখে বাইরে যাচ্ছেন। আর এতে দীর্ঘ সময় পানি না পান করা হচ্ছে না। এছাড়া তীব্র দাবদাহে শরীর থেকে প্রচুর ঘাম নির্গত হওয়ায় পানি শূন্যতার পাশাপাশি হিটস্ট্রোকসহ অন্যান্য শারীরিক অসুস্থতার সম্ভাবনাও বাড়ছে। আবার যারা রোজা রাখছেন না তারা বাইরের খোলা খাবার, শরবত, ঠাণ্ডা পানি খেয়ে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। গরমে অস্বস্তি বাড়ছে শিশু, বৃদ্ধ ও নারীদের মাঝে।

আরও পড়ুনঃ

Leave a Comment