আমাদের আজকের আলোচনার বিষয় Alacot DS এল্যাকট ডিএস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Alacot DS এল্যাকট ডিএস ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
এ্যালাকটTM ডিএস চোখের ড্রপস্: প্রতি মি.লি. এ আছে ওলোপ্যাটাডিন ২ মি.গ্রা. এর সমতুল্য ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি।
নির্দেশনা:
এলার্জিক কনজাংটিভাইটিস এর লক্ষণ উপশমে নির্দেশিত ।
মাত্রা ও ব্যবহার বিধিঃ
এ্যালাকটTM ডিএস চোখের ড্রপস্: আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে ১ বার প্রয়োগ করতে হবে।
যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
গুলো প্যাটাডিন হাইড্রোক্লোরাইড এর প্রতি অত্যন্ত সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।

সতর্কতা:
কন্টাক্ট লেন্সের কারণে সৃষ্ট জ্বালাপোড়ায় ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইড চোখের ড্রপস্ ব্যবহার করা উচিত নয়। যেসব রোগী কন্টাক্ট লেন্স ব্যবহার করছে তাদের এই ওষুধ প্রয়োগের পর কমপক্ষে ১০ মিনিট পরে কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:
এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। প্রাণীদের উপর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে সব সময় মানুষের উপর প্রয়োগের ফলাফল বিবেচনা করা যায় না। তাই ভ্রুণের ঝুঁকি ও রোগীর উপকারের কথা বিবেচনা করে এই ওষুধ প্রয়োগ করা উচিত। চোখে এই ওষুধ প্রয়োগের পর মানুষের দুধে এই ওষুধ পাওয়া যায় কিনা তা জানা যায়নি। তথাপি স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
পার্শ্ব-প্রতিক্রিয়া:
৭% ক্ষেত্রে মাথা ব্যথা হতে দেখা গেছে। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ৫% এর কম রোগীদের ক্ষেত্রে দেখা গেছে সেগুলো হল-দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, চোখে জ্বালাপোড়া, কোল্ড সিন্ড্রোম, চোখের শুষ্কতা, বাহ্যিক বস্তুর প্রতি সংবেদনশীলতা, হাইপারেমিয়া, অতিসংবেদনশীলতা, কেরাটাইটিস, চোখের পাতায় ইডিমা, বমি বমি ভাব, ফ্যারিংস্ এর প্রদাহ, চুলকানি, রাইনাইটিস, সাইনাস এর প্রদাহ এবং মুখের স্বাদ নষ্ট হওয়া।
সরবরাহ:
এ্যালাকটTM ডিএস চোখের ড্রপস্: ৫ মি.লি.।
আরও দেখুনঃ