আমাদের আজকের আলোচনার বিষয় Motifast মোটিফাস্ট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Motifast মোটিফাস্ট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
ডমপেরিডোন ১০ মি.গ্রা. ট্যাবলেট ।
নির্দেশনা :
ডিসপেপটিক সিম্পটম কমপেক্স পেটের উপরের ভাগে ফাঁপা বোধ, পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা, ঢেঁকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যে তুষ্টি, বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসাসহ বুকজ্বলা অথবা শুধু বুকজ্বলা, খাদ্যাভাস বা রেডিওথেরাপী বা মাইগ্রেন হতে সৃষ্ট তীব্র বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ইত্যাদি ।
মাত্রা ও ব্যবহার বিধি :
খাদ্য গ্রহণের ১৫-৩০ মিনিট পূর্বে ১০-২০ মি.গ্রা. প্রতি ৮ ঘন্টা অন্তর।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
শিশুদের ক্ষেত্রে এক্সট্রা-পিরামিডাল রিয়্যাকশনের সম্ভাবনা থাকলে এবং যকৃতের সমস্যায় ডমপেরিডোন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ডমপেরিডোনের প্রতি অতিসংবেদনশীল রোগী এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডমপেরিডোন ব্যবহার নিষিদ্ধ।

গ্যাস্ট্রো-ইন্টেসটাইনাল হেমোরেজ, মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফোরেশনের মত গ্যাস্ট্রিক সমস্যায় এবং প্রোল্যাকটিন নিঃসরণের পিটুইটারী টিউমারে ব্যবহার নিষিদ্ধ ।
পার্শ্ব প্রতিক্রিয়া :
গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয়। মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণে নিঃসৃত হওয়ায় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ব্রোমোক্রিপটিন, অ্যান্টিমাসক্যারাইনিকস, ওপিঅয়েড এনালজেসিক এবং মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর।
সরবরাহ :
মোটিফাস্ট” ট্যাবলেট : ১০ x ১০ টি।
আরও দেখুনঃ