Suzyme সুজাইম ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Suzyme সুজাইম ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Suzyme সুজাইম ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

Suzyme প্রতিটি এন্টেরিক কোটেড ট্যাবলেটে আছে প্যানক্রিয়াটিন ৩২৫ মি.গ্রা. বিপি (প্রতি গ্রাম প্যানক্রিয়াটিনে প্রোটিয়েজ, লাইপেজ এবং এ্যামাইলেজ এর কার্যক্ষমতা একক যথাক্রমে ১৪০০ এফআইপি ইউনিট, ২০০০০ এফআইপি ইউনিট এবং ২৪০০০ এফআইপি ইউনিট)।

 

Suzyme সুজাইম ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

প্যানক্রিয়াটিন এর নিঃসরণের অভাবজনিত অবস্থায় আস্তিক এনজাইমের কার্যকারিতাহীনতা পূরণে নির্দেশিত। সুজাইম নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয় শিশু: –

শিশুদের প্যানক্রিয়াটিক নিঃসরণ হ্রাস পেলে বা অভাবজনিত রোগে -সিসটিক ফাইব্রোসিস প্রাপ্ত বয় যেসব ক্ষেত্রে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ক্ষমতা হ্রাস পায়, যথা- -প্যানক্রিয়াসচ্ছেদের পরবর্তী পর্যায়ে -সম্পূর্ণ পাকস্থলীচ্ছেদের পর -প্যানক্রিয়াসের দীর্ঘস্থায়ী প্রদাহ -স্টেটোরিয়া -সোমাটোস্টেটিনোমা -সিলিয়াক ডিজিজ

সেবন মাত্রা ও প্রয়োগবিধিঃ

প্রতিদিন ১ থেকে ৩টি ট্যাবলেট খাওয়ার সময় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

প্যানক্রিয়াটিন সেবনে বিশেষতঃ শিশুদের ক্ষেত্রে মুখে ও পায়ুতে ঘা দেখা দিতে পারে। অতি সংবেদনশীল ক্রিয়া, যেমন- হাঁচি, চোখ থেকে পানি ঝরা অথবা চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

ক্ষারীয় দ্রবণে এন্টেরিক কোটিং ভেঙ্গে যায়। ফলে পাকস্থলীতে ইহার উপাদানসমূহের অবমুক্ত হওয়া রোধ করার জন্য প্যানক্রিয়াটিন সেবনের সাথে এন্টাসিড ব্যবহার করা উচিত নয়।

মাত্রাধিক্য:

অতিরিক্ত সেবনমাত্রা রেচনকে ত্বরান্বিত করে। সিস্টেমিক বিষক্রিয়া তৈরি হয় না। খুব বেশি সেবনের ফলে হাইপারইউরিকেমিয়া ও হাইপারইউরিকোসুরিয়া হতে পারে।

 

Suzyme সুজাইম ওষুধের যাবতীয় তথ্য

 

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগনেন্সি nbir ক্যাটাগরি-সি।প্যানক্রিয়াটিন মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় কিনা তা সঠিকভাবে জানা যায়নি। তাই সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত।

সরবরাহ:

সুজাইম ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ১০০টি ট্যাবলেট স্ট্রিপ প্যাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment