Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Osmolax অস্মোল্যাক্স ওষুধের যাবতীয় তথ্য

Osmolax অস্মোল্যাক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Osmolax অস্মোল্যাক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Osmolax অস্মোল্যাক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ল্যাকটুলোজ ৩.৪০ গ্রাম/৫ মি.লি. কনসেনট্রেটেড ওরাল সলিউশন।

 

 

নির্দেশনা :

১। কোষ্ঠ কাঠিন্য।

২। হেপাটিক এনসেফালোপ্যাথি (পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি)। হেপাটিক কোমা।

মাত্রা এবং সেবন বিধি:

কোষ্ঠ কাঠিন্য প্রাথমিক অবস্থায় অসমোল্যাক্স সলিউশন দৈনিক দুইবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রোগীর প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে; তবে সাধারনতঃ অমোল্যাক্স” নিম্নলিখিত মাত্রায় ব্যাবহার করা হয়: প্রাথমিক মাত্রা – প্রাপ্ত বয়স্ক – ১৫ মি.লি দৈনিক দুইবার ।

শিশু ( ৫-১০ বৎসর)- ১০ মি.লি দৈনিক দুইবার। শিশু (৫ বৎসরের নিচে) – ৫ মি.লি দৈনিক দুইবার। শিশু (১ বৎসরের নীচে) – ২.৫ মি.লি দৈনিক দুইবার। অমোল্যাক্স” সলিউশন প্রয়োজনবোধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহন করা যেতে পারে।হেপাটিক এনসেফালোপ্যাথি – প্রাপ্ত বয়স্ক – প্রাথমিক অবস্থায় ৩০-৫০ মি.লি দৈনিক তিনবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রোগীর প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে।

শিশু : এই নির্দেশনায় শিশুদের জন্য অসমোল্যাক্স” নির্দেশিত নয়। ল্যাকটুলোজের নিজস্ব শরীরবৃত্তীয় কার্যপ্রক্রিয়ার জন্য এর ফলাফল পেতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

রক্তে গ্যালাকটোজের উচ্চমাত্রা থাকলে গ্রহন করা যাবে না (গ্যালাকটোসেমিয়া) । কোষ্ঠ কাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথেও করা যাবে না। পরিপাকতন্ত্রের কোন রকম বাধা সৃষ্টির প্রমান পাওয়া গেলে ল্যাকটুলোজ গ্রহন করা উচিত নয়। ল্যাকটুলোজ অসহনীয়তার ক্ষেত্রে বিশেষ সতর্কতার সাথে সেবন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া :

চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা এবং পায়ুপথে বায়ু নির্গমন হতে পারে। কয়েকদিন সেবনের পর উপরোক্ত লক্ষনসমূহ সাধারনত: দূর হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে যেমন- পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি চিকিৎসায় ব্যাবহৃত মাত্রায়, তখন প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে।

গর্ভাবস্থায় ব্যাবহার :

ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষায় এবং প্রানীর উপর গবেষনায় দেখা গেছে গর্ভাবস্থায় সৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ভ্রুনের ক্ষতির ঝুঁকি থাকে না। যদি গর্ভাবস্থায় ল্যাক্সেটিভের চিকিৎসা প্রয়োজন হয়, তবে অমোল্যাক্স” সেবন করা যাবে।

 

 

সরবরাহ :

অমোল্যাক্স’ কনসেনট্রেটেড ওরাল সলিউশন ১০০ মি.লি. এবং ২০০ মি.লি. ।

 

আরও দেখুনঃ

Exit mobile version