Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Eprim ইপ্রিম ওষুধের যাবতীয় তথ্য

Eprim ইপ্রিম ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Eprim ইপ্রিম ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Eprim ইপ্রিম ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ইপ্রিমও লিক্যাপ : প্রতিটি লিকুইড ফিল্‌ড হার্ডজিলাটিন ক্যাপসুলে আছে ৫০০ মি.গ্রা. ইভিনিং প্রিমরোজ অয়েল।

 

 

ব্যবহার:

মাসিক সংক্রান্ত জটিলতায় স্তন বেদনা (মাসিক সংক্রান্ত) এবং মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধিতে

মাত্রা ও ব্যবহারবিধি:

ইপ্রিম® ৫০০ মি.গ্রা. ১টি বা ২টি ক্যাপসুল দৈনিক ২ থেকে ৩ বার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া:

নির্দেশিত মাত্রায় এটি সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেয় না। তবে অতিমাত্রায় ব্যবহার পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

নিষেধাজ্ঞা:

পূর্বে যদিও মানসিক রোগীর (বিশেষ করে সিজোফ্রেনিক) ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ছিলো কিন্তু বর্তমানে এর কোন সুস্পষ্ট প্রমাণ কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

গর্ভকালীন এবং স্তন্যদানকালীন ব্যবহার:

যেহেতু এল.এ. জি.এল.এ এবং ডি.জি.এল.এ মাতৃদুগ্ধেরই কিছু গুরুত্বপূর্ণ উপাদান তাই ইভিনিং প্রিমরোজ অয়েলের স্তন্যদানকালীন সময়ের ব্যবহার উত্তম বলে বিবেচিত।

তাছাড়া ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের মতে, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের প্রতিদিনকার ক্যালরির অন্তত ৫ ভাগ ক্যালরি এসেনশিয়াল ফ্যাটি এসিড থেকে নেয়া উচিৎ।

সরবরাহ:

ইপ্রিমও লিক্যাপ: প্রতি কৌটায় রয়েছে ৩০টি করে ইপ্রিম লিকুইড ফিল্‌ড হার্ডজিলাটি ক্যাপসুল।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version