Ace এইস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ace এইস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ace এইস ওষুধের যাবতীয় তথ্য

 

Ace এইস ওষুধের যাবতীয় তথ্য

 

উপাদান :

প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. ট্যাবলেট, ৬৬৫ মি.গ্রা. এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট ১২০ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ, ১২০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন, ৮০ মি.গ্রা./মি.লি. পেডিয়াট্রিক প এবং ৬০, ১২৫, ২৫০ ও ৫০০ মি.গ্রা. সাপোজিটরি। নির্দেশনা। জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জ।

মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, প্রায় প্রদাহ জনিত বাধা, ঋতুপ্ৰাৰ জনিত বাধা এবং মচকে যাওয়ার ব্যথা। অস্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী বাধা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী বাধ্য, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও বাধা । বাত ও অষ্টিওআর্থাইটিস- এর দরুণ সৃষ্ট রাখা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মাত্রা ও ব্যবহার বিধি :

ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট। শিশু (৬-১২ বছর) আধা থেকে ১টি দিনে ৩-৪ বার। সিরাপ এবং সাসপেনশন : শিশু (৩ মাসের নীচে) ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার। ৩ মাস ১ বছরের নীচে ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার। ১-৫ বছর। ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।

৬-১২ বছর ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার প্রাপ্তবয়স্ক ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার এক্স আর ট্যাবলেট ২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার সাপোজিটরি মাস- ১ বছরের নীচে ৬০-১২০ মি.গ্রা. দিনে ৪ বার। ১-৫ বছর ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।

৬-১২ বছর বয়সের শিশুদের জন্য ২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৪ বার। প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য ০.৫১ গ্রাম দিনে ৪ বার। পেডিয়াট্রিক ড্রপস শিশু ৩ মাস বয়স পর্যন্ত ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে ৪ বার। ৪-১১ মাস বয়স পর্যন্ত ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪ বার। ১-২ বছর বয়স পর্যন্ত ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার। সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীলতা।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার সর্বস্তরে ব্যবহার করা নিরাপদ।

 

Ace এইস ওষুধের যাবতীয় তথ্য

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।

 

আরও দেখুনঃ

Leave a Comment