Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Adovas এডোভাস ওষুধের যাবতীয় তথ্য

Adovas এডোভাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Adovas এডোভাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Adovas এডোভাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

অ্যাটাটোডা ভ্যাসিকা ০.৬৮ গ্রাম, পাইপার লংগাম ০.১৪ গ্রাম, গ্লাইসারহিজা গাবরা ৬.৭৮ মি.গ্রা., টারমিনালিয়া চেবুলা ৭৩.২৪ মি.গ্রা., সস্যুরিয়া লাপ্পা ৬.৭৮ মি.গ্রা., জিঞ্জিবার অফিসিনালি ৬.৭৮ মি.গ্রা., পাইপার নাইগ্রাম ৬.৭৮ মি.গ্রা.,

 

 

সিজাইজিয়াম এরোম্যাটিকাম ৬.৭৮ মি.গ্রা., সিনামোমাম জিলানিকাম ৬.৭৮ মি.গ্রা., সিনামোমাম ট্যামালা ৬.৭৮ মি.গ্রা., মাইরিকা ন্যাগি ৬.৭৮ মি.গ্রা., পিস্টাসিয়া ইন্টেজেরিমা ৬.৭৮ মি.গ্রা., ইলেটারিয়া কার্ডামোমাম ৬.৭৮ মি.গ্রা.।

নির্দেশনাঃ

বুকের জমাট বাঁধা ঘন কফ তরল করে বের করে। শুষ্ক কাশি উপশম করে। এছাড়া শ্বাসযন্ত্রের দুর্বলতা, ধূমপানজনিত কাশি এবং স্বরভঙ্গ রোগে অত্যন্ত কার্যকর।

মাত্রা ও ব্যবহারবিধি:

১২ বছরের কম বয়সী শিশু: ১ – ২ চামচ (৫-১০ মি.লি.) দিনে ৩ বার। প্রাপ্ত বয়স্ক: ৩ চামচ (১৫ মি.লি.) দিনে ২ – ৩ বার কুসুম গরম (কাশির তীব্রতায়) পানিসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা উচিৎ হবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। এটি নিরাপদ এবং সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

অন্য ওষুধের সাথে কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার: গর্ভাবস্থায় এডোভাস সেবন সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য নেই। তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্চনীয়। মায়ের ভ্রুণের ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত।

 

 

সরবরাহ:

প্রতি পি ই টি (PET) বোতলে রয়েছে ১০০ মি.লি. এডোভাস সিরাপ ও ২০০ মি.লি. এডোভাস সিরাপ ।

 

আরও দেখুনঃ

Adryl এড্রিল ওষুধের যাবতীয় তথ্য

Exit mobile version