আমাদের আজকের আলোচনার বিষয় Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
এমব্রোক্সল হাইড্রোক্লোরাইড। ৬ মি.গ্রা./ মি.লি পেডিয়াট্রিক ড্রপস্, ১৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ৭৫ মি.গ্রা. এসআর ক্যাপসুল।
নির্দেশনা :
শ্লেষ্মাযুক্ত কাশি, শ্বাসতন্ত্রের শ্লেষ্মাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ, রাইনো ফেরিঞ্জিয়াল ট্রাক্ট এর শ্লেষ্মাযুক্ত প্রদাহ (ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, সাইনুসাইটিস এবং রাইনাইটিস), শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েটেসিস, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ।
মাত্রা ও ব্যবহার বিধি :
দৈনিক সেবন মাত্রা (খাবার পর গ্রহণ করা উত্তম): পেডিয়াট্রিক ড্রপস : ০-৬ মাস বয়স : ০.৫ মি.লি. দিনে ২ বার। ৬-১২ মাস বয়স: ১.০ মি.লি. দিনে ২ বার। ১-২ বছর বয়স : ১.২৫ মি.লি. দিনে ২ বার। দিনে ২-৩ বার। ৫-১০ বছর বয়স: ৫ মি.লি. (১ চা চামচ) দিনে ২-৩ বার।
১০ বছরের বেশি বয়সের শিশু সিরাপ : ২-৫ বছর বয়স: ২.৫ মি.লি. (১/২ চা চামচ) ও বয়স্ক : ১০ মি.লি. (২ চা চামচ) দিনে ২-৩ বার । ক্যাপসুল : ১২ বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক : ১টি ক্যাপসুল দিনে ১ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীলতা থাকলে। গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনীর রোগীদের সাবধানতার সাথে দেয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীর প্রদাহ, ভার ভার ভাব দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
এন্টিটাসিভ (যেমন কোডেইন) এর সাথে গ্রহণ করা উচিত নয়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভকালীন সময়ে,বিশেষ করে প্রথম ৩ মাস ব্যবহার করা উচিত নয় ।
সরবরাহ :
এমব্রোক্স® পেডিয়াট্রিক ড্রপস : ১৫ মি.লি.। এমব্রোক্স® সিরাপ : ১০০ মি.লি.। এমব্রোক্স ৭৫ এস আর ক্যাপসুল : ৩ x ১০ টি।
আরও দেখুনঃ