Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য

Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ambrox এমব্রোক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

এমব্রোক্সল হাইড্রোক্লোরাইড। ৬ মি.গ্রা./ মি.লি পেডিয়াট্রিক ড্রপস্, ১৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ৭৫ মি.গ্রা. এসআর ক্যাপসুল।

নির্দেশনা :

শ্লেষ্মাযুক্ত কাশি, শ্বাসতন্ত্রের শ্লেষ্মাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ, রাইনো ফেরিঞ্জিয়াল ট্রাক্ট এর শ্লেষ্মাযুক্ত প্রদাহ (ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, সাইনুসাইটিস এবং রাইনাইটিস), শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েটেসিস, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ।

 

 

মাত্রা ও ব্যবহার বিধি :

দৈনিক সেবন মাত্রা (খাবার পর গ্রহণ করা উত্তম): পেডিয়াট্রিক ড্রপস : ০-৬ মাস বয়স : ০.৫ মি.লি. দিনে ২ বার। ৬-১২ মাস বয়স: ১.০ মি.লি. দিনে ২ বার। ১-২ বছর বয়স : ১.২৫ মি.লি. দিনে ২ বার। দিনে ২-৩ বার। ৫-১০ বছর বয়স: ৫ মি.লি. (১ চা চামচ) দিনে ২-৩ বার।

১০ বছরের বেশি বয়সের শিশু সিরাপ : ২-৫ বছর বয়স: ২.৫ মি.লি. (১/২ চা চামচ) ও বয়স্ক : ১০ মি.লি. (২ চা চামচ) দিনে ২-৩ বার । ক্যাপসুল : ১২ বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক : ১টি ক্যাপসুল দিনে ১ বার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা থাকলে। গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনীর রোগীদের সাবধানতার সাথে দেয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীর প্রদাহ, ভার ভার ভাব দেখা দিতে পারে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

এন্টিটাসিভ (যেমন কোডেইন) এর সাথে গ্রহণ করা উচিত নয়।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভকালীন সময়ে,বিশেষ করে প্রথম ৩ মাস ব্যবহার করা উচিত নয় ।

 

 

সরবরাহ :

এমব্রোক্স® পেডিয়াট্রিক ড্রপস : ১৫ মি.লি.। এমব্রোক্স® সিরাপ : ১০০ মি.লি.। এমব্রোক্স ৭৫ এস আর ক্যাপসুল : ৩ x ১০ টি।

 

আরও দেখুনঃ

Exit mobile version