আমাদের আজকের আলোচনার বিষয় Amodis এ্যামোডিস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Amodis এ্যামোডিস ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
মেট্রোনিডাজল ৪০০ মি.গ্রা. ও ৫০০ মি.গ্রা. ট্যাবলেট ২০০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন এবং ১০০ মি.লি. আইভি ইনফিউশন।
নির্দেশনা :
এ্যামিবিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, জিয়ারডিয়াসিস, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস, এ্যানারোবিক সংক্রমণ যেমন সেপটিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পেরিটোনাইটিস, ব্রেইন এ্যাবসেস, নেক্রোটাইজিং নিউমোনিয়া,
অস্টিওমাইয়েলাইটিস, পিউরপেরাল সেপসিস, পেলভিক এ্যাবসেস, পেলভিক সেলুলাইটিস ইত্যাদি, পায়ের আলসার এবং প্রেসার সোর, দাঁতের তীব্র সংক্রমণ, সার্জিকাল প্রোফাইল্যাকসিস এবং লক্ষণযুক্ত তীব্র পেপটিক আলসার।
মাত্রা ও ব্যবহার বিধি :
৪০০ মি.গ্রা. দিনে ৩ বার অথবা ৫০০ মি.গ্রা. দিনে ৩ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীলতা, গর্ভকালীন সময়ে গ্রহণ করা উচিত নয় অথবা অন্য কোন বিকল্প না থাকলে তবেই গ্রহণ করা উচিত। মেট্রোনিডাজল গ্রহণকালীন অথবা গ্রহণের দু’দিন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া :
বমি বমি ভাব, ধাতব স্বাদ, জিহ্বার , উপরে আবরণ, ঘুম ঘুম ভাব এবং মুত্রনালীতে অস্বস্তি অনুভূত হতে পারে। এলকোহল, ডাইকোমারল, ওয়ারফারিন, ফেনিটয়েন, লিথিয়াম ও সিমেটিডিনের সঙ্গে গ্রহণ করা উচিত
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ফেনোবারবিটোন, ফুরোইউরাসিল, ডাইসালফিরাম, নয়।
সরবরাহ :
এ্যামোডিস® ৪০০ ট্যাবলেট : ২০ x ১০ টি। এ্যামোডিস® ৫০০ ট্যাবলেট ১০ x ১০ টি। এ্যামোডিস® সাসপেনশন : ৬০ মি.লি.। এ্যামোডিস আইডি ইনফিউশন: ১০০ মি.লি. ।
আরও দেখুনঃ