আমাদের আজকের আলোচনার বিষয় Alarid Eye Drops এ্যালারিড চোখের ড্রপস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Alarid Eye Drops এ্যালারিড চোখের ড্রপস ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
কিটোটিফেন ০.০২৫% চোখের ড্রপস্ ।
নির্দেশনা :
সিজোনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস জনিত লক্ষণ ও উপসর্গের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্তবয়স্ক এবং তিন বছরের অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে আক্রান্ত চোখের কনজাংটিভাল স্যাকে ১ ফোঁটা ওষুধ দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে দিতে হবে। তিন বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এ্যালারিড০.০২৫% চোখের ড্রপে বেনজালকোনিয়াম ক্লোরাইড আছে, যা নমনীয় কন্ট্যাক্ট লেন্সে জমতে পারে । তাই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের এ্যালারিড চোখের ড্রপস্ দেওয়া উচিত নয়। ব্যবহারের পূর্বে লেন্স খুলে ফেলতে হবে এবং ১৫ মিনিটের মধ্যে পুনরায় দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া :
স্থানীয় পার্শ্বপ্রতিক্রিয়া এবং অতিসংবেদনশীলতা যেমন চোখের জ্বালাপোড়া, চোখের শুষ্কতা, চোখের পাতার অস্বাভাবিকতা, আলোর প্রতি অসহনীয়তা, কর্ণিয়ার প্রদাহ, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি ।
প্রতিনির্দেশনা:
কিটোটিফেন অথবা এর যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতি নির্দেশিত অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : যদি অন্য চোখের ওষুধের সাথে ব্যবহার করতে হয় তবে দুটি ওষুধ ব্যবহারে কমপক্ষে ৫ মিনিটের ব্যবধান অবশ্যই রাখতে হবে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মায়েদের উপর এ্যালারিড চোখের ড্রপের কোন সুনির্দিষ্ট ও সুনিয়িন্ত্রিত গবেষনা নাই। তাই গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মানুষের ক্ষেত্রে স্থানীয় ব্যবহারে নির্ণয়যোগ্য মাত্রা মাতৃদুগ্ধে পাওয়া যায় নাই।
সরবরাহ :
এ্যালারিড® চোখের ড্রপস্ : ৫ মি.লি.।
আরও দেখুনঃ