Orostar ওরোস্টার ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Orostar ওরোস্টার ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Orostar ওরোস্টার ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতি ১০০ মি.লি-তে আছে – ইউক্যালিপটল ইউএসপি ০.০৯২ গ্রাম- এন্টিপ্ল্যাক / এন্টিজিনজিভাইটিস হিসেবে মেনথল ইউএসপি ০.০৪২ গ্রাম- এন্টিপ্ল্যাক / এন্টিজিনজিভাইটিস হিসেবে মিথাইলস্যালিসাইলেট বিপি:০.০৬০ গ্রাম- এন্টিপ্ল্যাক/ এন্টিজিনজিভাইটিস হিসেবে থাইমল বিপি ০.০৬৪  গ্রাম এন্টিপ্ল্যাক / এন্টিজিনজিভাইটিস হিসেবে

 

Orostar ওরোস্টার ওষুধের যাবতীয় তথ্য

 

ব্যবহার:

প্ল্যাক ও জিনজিভাইটিস প্রতিরোধ করে এবং কমায়

• মুখের দূর্গন্ধের বিরুদ্ধে কাজ করে

• দাঁতের মাঝখানের জীবানুকে ধ্বংস করে

• টারটার নিয়ন্ত্রণ করে যা দাঁতকে বিবর্ন করে

• দাঁত পরিষ্কার ও উজ্জ্বল করে বছরের পর বছর ধরে কার্যকর এবং নিরাপদ বলে প্রমানিত সংকেত: ১২ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন। যদি দুর্ঘটনাক্রমে মাত্রাতিরিক্ত পরিমান গলাধকরণ করে ফেলে তবে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন ।

নির্দেশন:

পূর্ণশক্তির ২০ মি.লি. (৪ চা চামচ) ওরোস্টার এন্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে সকালে ও রাতে কুলকুচি করে ফেলে দেন।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্যান্য তথ্য:

সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করুন। ঠাণ্ডা আবহাওয়ার কারনে সলিউশন ঘোলা হতে পারে কিন্তু ইহার এন্টিসেপটিক গুনাগুনের কোন পরিবর্তন হয় না।

সরবরাহ:

ওরোস্টার অরিজিনাল : ১২০ মি.লি. ও ২৫০ মি.লি.। ওরোস্টার কুলমিষ্ট: ১২০ মি.লি. ও ২৫০ মি.লি.।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

Orostar ওরোস্টার ওষুধের যাবতীয় তথ্য

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment