Olmecar Plus ওলমেকার প্লাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Olmecar Plus ওলমেকার প্লাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Olmecar Plus ওলমেকার প্লাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ওলমেসারটান মেডোক্সোমিল আইএনএন ২০ মি.গ্রা. এবং হাইড্রোক্লোরোথায়াজাইড বিপি ১২.৫ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট।

 

Olmecar Plus ওলমেকার প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা ও ব্যবহার:

এই কম্বিনেশন ওষুধটি উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। তবে এটি উচ্চ রক্তচাপের প্রারম্ভিক চিকিৎসায় নির্দেশিত নয়।

সেবন মাত্রা ও প্রয়োগবিধি:

এককভাবে ব্যবহারের ক্ষেত্রে ওলমেসারটান এর নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হলো ২০ মি.গ্রা. করে দিনে একবার। রক্তচাপ যথ যেথ নিয়ন্ত্রণের জন্য ২ সপ্তাহ পর মাত্রা বৃদ্ধি করে ৪০ মি.গ্রা. দিনে একবার করা যেতে পারে। বয়োবৃদ্ধ রোগী, মাঝারি থেকে তীব্র অকার্যকর বৃক্ক (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <৪০ মি.লি./মি.) অথবা মাঝারি থেকে তীব্র অকার্যকর যকৃত রোগীদের ক্ষেত্রে মাত্রা পুননির্ধারণের প্রয়োজন নেই।

হাইড্রোক্লোরোথায়াজাইড এর কার্যকর মাত্রা হলো ১২.৫-৫০ মি.গ্রা. দিনে একবার। যে সব রোগীর উচ্চ রক্তচাপ শুধুমাত্র ওলমেসারটান অথবা হাইড্রোক্লোরোথায়াজাইড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, তারা একক চিকিৎসা পরিবর্তন করে ওলমেসারটান ও হাইড্রোক্লোরোথায়াজাইড এর কম্বিনেশন সেবন করতে পারেন।

বৃক্কের অকার্যকারিতায়ঃ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <o মি.লি./মি. হলে সেক্ষেত্রে থায়াজাইড এর পরিবর্তে লুপ ডাই-ইউরেটিকস অধিক কার্যকর। যকৃতের অকার্যকারিতায়ঃ মাত্রা পুনঃনির্ধারণের প্রয়োজন নেই।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতিনির্দেশনা:

এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা, অ্যানুরিয়া, সালফোনামাইড গোত্রীয় ওষুধ এর প্রতি সংবেদনশীলতা ইত্যাদি ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব-প্রতিক্রিয়া:

সাধারণতঃ সুসহনীয়। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঝিমুনী, বমি বমি ভাব, উর্দ্ধ শ্বাসনালীর সংক্রমণ ইত্যাদি। কদাচিৎ ডায়রিয়া, বুক জ্বালাপোড়া, মাংসপেশীতে ব্যথা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় প্রেগন্যান্সী ক্যাটাগরী সি (প্রথম ট্রাইমেস্টার) এবং ডি (দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টার)। কাজেই গর্ভাবস্থায় এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে ওলমেসারটান মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। থায়াজাইড ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। কাজেই স্তন্যদানকালে মা ও শিশুর উপর ওষুধের গুরুত্বের কথা বিবেচনা করে ওষুধ সেবন অথবা দুগ্ধদান এর যে কোন একটি থেকে বিরত ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার:

শিশুদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

অন্যান্য ওষুধ, যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড, ডিগঞ্জিন, ওয়ারফেরিন ইত্যাদির সঙ্গে একই সাথে ব্যবহারে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাইড্রোক্লোরোথায়াজাইড, অ্যালকোহল, বারবিচুরেট, অন্যান্য উচ্চ রক্তচাপরোধী ওষুধ, কোলেস্টাইরামিন 6 কোলেস্টিপল রেজিন, কর্টিকোস্টেরয়েড,

 

Olmecar Plus ওলমেকার প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

এড্রিনোকর্টিকোট্রোপিন হরমোন, নরএপিনেফ্রিন, টিউবোকিউরানিন, লিথিয়াম, এন এস এ আইডি ইত্যাদি। হাইড্রোক্লোরোথায়াজাইড এর মাত্রাধিক্যের ফলে হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরোমিয়া, হাইপোন্যাট্রেমিয়া, পানি স্বল্পতা প্রভৃতি হতে পারে।

সরবরাহ:

ওলমেকার  প্লাস ২০/১২.৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৩ x ১০টি ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Leave a Comment