Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Contifil কনটিফিল ওষুধের যাবতীয় তথ্য

Contifil কনটিফিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Contifil কনটিফিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Contifil কনটিফিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

থিওফাইলিন বিপি ৩০০ মি.গ্রা. এবং ৪00 মি.গ্রা.।

 

 

নির্দেশনা:

এ্যাজমা রোগের প্রতিরোধক ও প্রতিষেধক ওষুধ হিসাবে কনটিফিল (থিওফাইলিন) ব্যবহৃত হয়।

সেবন মাত্রা ও বিধিঃ

প্রাপ্ত বয়ষ্ক একটি করে কনটিফিল ৩০০ অথবা কনটিফিল ৪০০ ট্যাবলেট প্রতি ১২ ঘন্টা অন্তর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। শিশু: দৈনিক ৯ মি.গ্রা./কেজি হিসাবে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

রক্তে থিওফাইলিনের ঘনত্ব ২০ মাইক্রোগ্রাম/মি.লি. এর বেশি হলে পাকস্থলীর অস্বাচ্ছন্দবোধ, বমি-বমি ভাব, অধিক হৃদস্পন্দন, মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

এলোপুরিনল, সিমাটাডিন, নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ইরাইথে নামাইসিন, ওরাল কন্ট্রাসেপটিভ- এর সাথে ব্যবহারে থিওফাইলনের নিষ্কাষন মাত্রা বেড়ে যায়। ফিনাটোইন, মিথোট্রিক্সেট, রিফামপিন- এর সাথে ব্যবহারে থি ওফাইলনের নিষ্কাষন মাত্রা কমে যায়।

গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় থিওফাইলিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। ইহা মাতৃ দুগ্ধের সাথে নিঃসৃত হয়। কাজেই মায়ের সেরাম থিওফাইলিনের মাত্রা টক্সিক পর্যায়ে হলে, নব জাতকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: নবজাতকের ক্ষেত্রে থি ওফাইলিনের নিঃসরণ খুবই কম। তাই শিশুদের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ ও পর্যবেক্ষণে সতর্ক থাকা উচিত।

প্রতি নির্দেশনাঃ

থিওফাইলিন কিংবা অন্যান্য জেনথিন গ্রুপের ওষুধের প্রতি সংবেদনশীল হলে ওষুধটি দেয়া যাবে না। পেপটিক আলসার এবং তীব্র খিঁচুনীতে থিওফাইলিন পরিহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে থিওফাইলিন এবং এফিড্রিন একই সাথে ব্যবহার অনুচিত।

 

 

সরবরাহ:

কনটিফিল” ৩০০ : প্রতিটি বাক্সে আছে ১০০ টি সাসটেইনড রিলিজ ট্যাবলেট। কনটিফিল” ৪০০ : প্রতিটি বাক্সে আছে ৩০ টি সাসটেইনড রিলিজ ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Exit mobile version