আমাদের আজকের আলোচনার বিষয় Calbo Forte ক্যালবো ফোর্ট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Calbo Forte ক্যালবো ফোর্ট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট ১০০০ মি.গ্রা., ক্যালসিয়াম কার্বনেট ৩২৭ মি.গ্রা., এসকরবিক এসিড (ভিটামিন সি) ৫০০ মি.গ্রা. এবং ভিটামিন-ডি (ভিটামিন-ডিও হিসেবে) ৪০০ আইইউ/এফারভেসেন্ট ট্যাবলেট।
নির্দেশনা :
অস্টিওপরোসিস এর সহযোগী চিকিৎসায় ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং ভিটামিন-ডি এর বর্ধিত চাহিদায়, যেমন- গর্ভাবস্থায়, স্তন্যদানকালে, দ্রুত বর্ধনকালে (শিশুকালে, স্তন্যদান এর বয়োসন্ধিকালে)
এবং বৃদ্ধকালে অস্টিওমেলাসিয়ায় ভিটামিন-ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত অবস্থায় বিশেষ করে গৃহে ও হাসপাতালে অবস্থানরত বয়োবৃদ্ধ রোগীদের ক্ষেত্রে, ঠাণ্ডা ও ইনফ্লুয়েঞ্জায় সহযোগী চিকিৎসা হিসেবে, মাসিক বন্ধের পরের সমস্যাসমূহে মাসিক-পূর্ব সমস্যাসমূহে
সেবন মাত্রা বিধি :
প্রাপ্ত বয়স্ক ও স্কুলগামী শিশু : প্রতিদিন ১টি এফারভিসেন্ট ট্যাবলেট। ৩ হতে ৭ বছরের শিশু : প্রতিদিন ১/২ এফারডিসেন্ট ট্যাবলেট । নবজাতক : চিকিৎসকের পরামর্শ মতে। একটি ট্যাবলেট অর্ধেক গ্লাস পানিতে গুলিয়ে পান করুন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপারক্যালসিমিয়া, তীব্র হাইপারক্যালসিইউরিয়া; তীব্র রেনাল ফেইলিওর । উচ্চ ভোজ গ্যাসট্রোইনটেস্টাইনাল আপসেট ঘটাতে পারে । রেনাল ইমপেয়ারমেন্ট-এর ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া :
বিরল ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের ব্যথা এবং ডায়রিয়া দেখা দিতে পারে । ভিটামিন ডি সাপ্লিমেন্ট এর ক্ষেত্রে স্কিন র্যাশের তথ্য পাওয়া গেছে।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এটা বিবেচনায় নিতে হবে যে, থায়াজাইড ধরনের ডাইইউরেটিক ওষুধ ক্যালসিয়ামের বর্হিগমনের মাত্রা কমানোর মাধ্যমে হাইপারক্যালসিমিয়ার ঝুঁকি বৃদ্ধি করে। ডিজিটালিস ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে হাইপারক্যালাসিমিয়া অবশ্যই প্রতিরোধ করতে হবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়াম, ভিটামিন-সি ও ভিটামিন- ডি এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় অন্যান্য উৎস হতেও এগুলোর প্রাপ্তি নিশ্চিত করা উচিত। গর্ভবতী প্রাণীর উপর পরীক্ষায় ভিটামিন-ডি এর মাত্রাধিক্যজনিত টেরাটোজনিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। ভিটামিন- ডি এবং এর মেটাবোলাইট মাতৃদুগ্ধে নিঃসৃত হয়।
সরবরাহ :
ক্যালবো® ফোর্ট এফারভেসেন্ট ট্যাবলেট : ১০ টি।
আরও দেখুনঃ