Ziliron B জিলিরন বি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ziliron B জিলিরন বি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ziliron B জিলিরন বি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

প্রতিটি জিলিরন-বি ক্যাপসুলে রয়েছে আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিমলটোজ কমপেক্স আইএনএন ১৮৮ মি.গ্রা. যা ৪৭ মি.গ্রা. মৌলিক আয়রণের সমতুল্য, ফলিক এসিড বিপি ০.৫ মি.গ্রা. থায়মিন হাইড্রোক্লোরাইড বিপি ৫ মি.গ্রা. রিবোফাভিন বিপি ২ মি.গ্রা. পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ২ মি. গ্রা. নিকোটিনামাইড বিপি ২০ মি.গ্রা. এবং জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি ৬১.৮০ মি.গ্রা.।

 

Ziliron B জিলিরন বি ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

জিলিরন-বি ক্যাপসুল আয়রণ, ফলিক এসিড, ভিটামিন বি-কমপেক্স এবং জিংক এর অভাব জনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে নির্দেশিত।

সেবনমাত্রা :

প্রতিদিন ১টি ক্যাপসুল। জটিল অবস্থায় দুইটি ক্যাপসুল প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া :

সাধারণত সুসহনীয়। খুব কম এ্যালার্জি ক্রিয়া দেখা দিতে পারে।

সতর্কতা বা সাবধানতা :

সকল আয়রণ প্রস্তুতির মত মলের রং কালো হতে পারে যার কোন ক্লিনিক্যাল গুরুত্ব নেই।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

যাদের এই ওষুধের কোন উপাদানে প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অন্য অষুধের সাথে প্রতিক্রিয়া :

যেহেতু জিলিৱন-বি ক্যাপসুলে আয়রণ কমপেক্স রূপে যুক্ত থাকে, তাই খাদ্য উপাদান (ফাইটেটস, অক্সালেটস, টেনিন ইত্যাদি) বা অন্য কোন ওষুধ (টেট্রাসাইকিন, এন্টাসিড) এর সাথে কোন বিক্রিয়ার সম্ভাবনা নেই।

গর্ভাবস্থায় ব্যবহার :

যদি সম্ভব হয় গর্ভাবস্থায় প্রথম তিন মাস যে কোন প্রকার ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবল মাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রণে ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিংক এবং ফলিক এসিডের ব্যবহার যুক্তিযুক্ত।

 

Ziliron B জিলিরন বি ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ :

জিলিৱন-বি’ ক্যাপসুল ৩ x ১০টি।

 

আরও দেখুনঃ 

Leave a Comment