আমাদের আজকের আলোচনার বিষয় Torel টোরেল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Torel টোরেল ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
টোৱেল মাসল রাব। প্রতি গ্রাম মাসল রাবে আছে এল- মেন্থল ২৫.৪০ মি.গ্রা., ডি ক্যামফর ১৪.৩০ মি.গ্রা., মিথাইল স্যালিয়াইলেই ৪২০ মি.গ্রা. ও অলিওরেসিন ক্যাপসিকাম ০.০৫ মি.গ্রা.।
বিবরন:
বিভিন্ন প্রজাতির কাঁচা এবং শুকনো ক্যাপসিকাম (লংকা) ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। উদ্বায়ী জলীয় দ্রাবকের মধ্যে ক্যাপসিকাম পাউডার চালনা করে ক্যাপসিকাম অলিওরেসিন তৈরী করা হয়। ক্যাপসিকাম থেকে প্রস্তুতকৃত অলিওরেসিন ও ক্যাপসিসিন ব্যথা নাশক হিসেবে বাহ্যিক ব্যবহারের জন্য প্রেসক্রিপশনের বাইরেও বিক্রয় হয়ে থাকে।
এটি মেক্সিকো এবং কেন্দ্রিয় আমেরিকার স্বদেশজাত ভেষজ। মিথাইল স্যালিসাইলেট, মেন্থল এবং ক্যাম্ফর সবই নানা রকম গাছ থেকে সংগ্রহ করা হয়। মিথাইল স্যালিসাইলেট সংগ্রহ করা হয় উইন্টারপ্রিন এর তেল থেকে, মেন্থল সংগ্রহ করা হয় মিষ্ট থেকে এবং ক্যাম্ফর সংগ্রহ করা হয় পিপারমিন্ট, ইউক্যালিপ্টাস এবং সিডার জাতীয় গাছ থেকে।
ফার্মাকোলজি:
ক্যাপসিকাম প্রজাতির উদ্ভিদ স্থানীয় শক্তিশালী উত্তেজক হিসেবে পরিচিত। এটি থ্রোম্বোক্সন বিও২ তৈরী ও লোহিত রক্ত কনিকা ভাঙ্গার হার কমায়ে দেয় যা কোষাবরণীর দৃঢ়তা রক্ষা করে এবং ফসফোলিপেস বিও২ কে সক্রিয় হতে বাধা দেয়। ক্যাপসিকাম নসিসেন্টর তন্ত্র সমূহকে কার্যকর করে এক ধরণের উত্তেজনা সৃষ্টি করে। যা এটিকে তার নির্দিষ্ট ভ্যানিলয়েড রিসেপ্টরে আবদ্ধ হয়ে এর কার্যকারিতা প্রদর্শনে সাহায্য করে থাকে।

ক্যাপসিকাম সি টাইপ নার্ভ ফাইবার থেকে সাবস্টেপ পি উৎপন্ন করে নিউরণের মধ্যে এর চলাচলে বাঁধার সৃষ্টি করে। পরিণামস্বরপ সাস্টেল পি এর পরিমাণ হ্রাস পেতে থাকে যা বেদনার অনুভূতিকেও ধীরে ধীরে শূন্য করে দেয়। মিথাইল স্যালিসাইলিক এসিড এসপিরিনের ন্যায় কাজ করে।
মেন্থল পেইন রিসেপ্টর নিউরণের ভোল্টেজ অপারেটেড সোডিয়াম চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে ব্যথা নিবারণ করে থাকে। মেন্থল অনু ক্রুজচগ-৮ রিসেপ্টর প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে ক্ষতস্থানে একটি শীতল আরামদায়ক অনুভূতির সৃষ্টি করে ক্যাম্ফর ঘউঅ অনুমোদিত একটি স্থানীয় বেদনা নাশক। এটি প্রান্তীয় নার্ভকে শীথিল করে বেদনার অনুভূতি প্রেরনে বাধা দেয়।
নির্দেশনা এবং ব্যবহার:
মাংস পেশীর ব্যথা, মাথা ব্যাথা, ফারোসাইটিস, স্প্লেন, স্ট্রেণ, নিউরালজিয়া, অষ্টিও আগ্রহিটিস, খেলাধুলা ও হারপিস যসটার জনিত ব্যথায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি:
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ক্ষত স্থান পরিস্কার করে নিতে হবে হাতের আঙ্গুলের অগ্রভাগে অল্প পরিমাণ ক্রীম নিয়ে দৈনিক ৩-৪ বার ব্যথাযুক্ত স্থানে প্রয়োগ করতে হবে ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
পার্শ্বপ্রতিক্রিয়া:
কিছু কিছু ক্ষেত্রে অতিসংবেদনশীলতা লক্ষ্য করা যায়। নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাস নালীর সংকোচন দেখা নিতে পারে।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
এসপিরিনের প্রতি এলার্জি, এলার্জি জনিত ত্বক প্রদাহ, একজিমা ও চোখের কাছাকাছি ব্যবহার করা যাবে না। গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহারের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞার তথ্য জানা নেই।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
জানা যায়নি।
সাবধানতা:
আহত ত্বক ও কোষ ঝিলিৱতে ব্যবহার করা যাবে না। ব্যবহার করার পর সাথে সাথে হাত ধুয়ে নিতে হবে। শক্ত ব্যান্ডেজের নিচে ব্যবহার করা উচিত নয়। ব্যবহারের পর চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে নিতে হবে।
সরবরাহ:
টোরেল” : মাস্ল রাব: প্রতিটি টিউবে আছে ২০ গ্রাম মাল রাব।
আরও দেখুনঃ